নিয়মিত বার্তা, ছবি, ভিডিও আদান-প্রদানের পাশাপাশি কলও করা যায় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে মেসেঞ্জারে পাঠানো বার্তায় গুরুত্বপূর্ণ তথ্য লিখতে ভুলে যান অনেকে।
কেউ আবার অপ্রয়োজনীয় তথ্য লেখার পাশাপাশি বানানও ভুল করেন। ফলে বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। তবে মেসেঞ্জারে বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে সম্পাদনা করার ফিচার থাকায় চাইলেই এ সমস্যার সমাধান করা সম্ভব।
ফিচার মেসেঞ্জারে পাঠানো বার্তা সম্পাদনার পদ্ধতি। এর জন্য প্রথমে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করে বার্তা প্রাপকের চ্যাট বক্সে প্রবেশ করতে হবে।
এরপর পাঠানো বার্তাটি কিছুক্ষণ ট্যাপ করে ধরে রেখে নিচে থাকা তিনটি ডট অপশনে ক্লিক করলে একটি পপআপ বার্তা দেখা যাবে।
এবার ‘এডিট’ অপশন নির্বাচন করে বার্তাটি সম্পাদনা করে পাশে থাকা টিকমার্ক বাটনে ট্যাপ করলেই সেটি প্রাপকের চ্যাট বক্সে দেখা যাবে।
মেসেঞ্জারে পাঠানো বার্তা সম্পাদনা করলে নতুন বার্তার ওপর ছোট করে ‘এডিটেড’ লেখা দেখা যায়। ফলে প্রাপক জানতে পারেন বার্তাটি পাঠানোর পর সম্পাদনা করা হয়েছে।
০ টি মন্তব্য