https://powerinai.com/

গুগল এখন দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি

গুগল এখন দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগল এখন দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি
 

আনুষ্ঠানিকভাবে দুই লাখ কোটি বা দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজারমূল্য ঘোষণা করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।

গুগল এর আগে ২০২১ সালে দুই ট্রিলিয়ন ডলারের ঘরে পৌঁছালেও পুরো একটি দিন সেই শেয়ার ধরে রাখতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটি সে সময় এ মাইলফলকের কাছাকাছি থাকলেও তা ছুঁতে পারেনি। 

দুই ট্রিলিয়ন ডলারের ঘরে পৌঁছে বিশ্বের মর্যাদাসম্পন্ন শীর্ষ চার প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে গুগল। বাজারমূল্যে ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে সবার ওপরে রয়েছে মাইক্রোসফট করপোরেশন।

এরপর ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার নিয়ে রয়েছে অ্যাপলের অবস্থান। ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এনভিডিয়া।

দুই ট্রিলিয়নের ঘরে পৌঁছে চতুর্থ অবস্থান নিয়েছে গুগল। ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নিয়ে গুগলের পর রয়েছে অ্যামাজন। আর মেটার বাজারমূল্য ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। 

গুগল ২০২৪ সালের প্রথম প্রান্তিকের আয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে প্রতিষ্ঠানটির শক্ত অবস্থানই উঠে এসেছে।

গুগল আয় করেছে ৮ হাজার ৫০ কোটি মার্কিন ডলার। যার মধ্যে গুগলের ২ হাজার ৩৭ কোটি ডলার নিট মুনাফা হয়েছে। গত বছরের তুলনায় এ প্রান্তিকে ১৫ শতাংশ বেশি মুনাফা হয়েছে।

গত বছরের একই প্রান্তিকের তুলনায় সার্চ ও বিজ্ঞাপন থেকে ১৪ শতাংশের বেশি আয় হয়েছে গুগলের। ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে ২১ শতাংশ।

ইউটিউব প্রিমিয়ামের মতো গ্রাহকসেবা, গুগলের প্ল্যাটফর্ম এবং গুগল হোম ও ক্রোমকাস্টের মতো যন্ত্র থেকে আয় বেড়েছে ১৮ শতাংশ। 

গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার জানিয়েছেন, টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে প্রতিযোগিতা করতে ছোট আকারের ভিডিও নির্মাতাদের মধ্যে জনপ্রিয় করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইউটিউব। এখন ইউটিউব শর্টসে ছোট আকারের ভিডিও আপলোড করছেন ৫০ শতাংশের বেশি নির্মাতা। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।