অনেকেই ইনস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় করতে ছবির ফ্রেম তৈরির পাশাপাশি ছবি ধীরে ধীরে স্পষ্ট করার জন্য ফ্রেম স্টিকার ব্যবহার করেন।
কেউ আবার কাটআউট ফিচার ব্যবহার করে পটভূমি মুছে ফেলে ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুকে স্টিকার হিসেবে ব্যবহার করেন। চলুন দেখে নেওয়া যাক ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্রেম স্টিকার ও কাটআউট ফিচার ব্যবহারের কৌশল।
স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ইউর স্টোরিতে ট্যাপ করে ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে অথবা ক্যামেরা আইকনে ট্যাপ করে ছবি তুলতে হবে ফ্রেম স্টিকার ব্যবহারের জন্য।
এরপর ওপরে থাকা স্টিকার আইকনে ট্যাপ করলে কিছু অপশন দেখা যাবে। সেখান থেকে পছন্দের ফ্রেম নির্বাচন করতে হবে। এরপর ফ্রেমে যে ছবিটি বসাতে হবে, তা নির্বাচন করতে হবে।
এবার ক্যাপশন লিখে ওপরের থাকা ‘ডান’ বাটনে ট্যাপ করে স্টোরি পোস্ট করতে হবে। একইভাবে ইনস্টাগ্রাম অ্যাপের ইউর স্টোরিতে ট্যাপ করতে হবে কাটআউট ফিচার ব্যবহারের জন্য।
এরপর ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে অথবা ক্যামেরা আইকন দিয়ে ছবি তুলতে হবে। এরপর নির্বাচন করতে হবে ওপরে থাকা স্টিকার আইকনে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে কাটআউট অপশন।
এবার গ্যালারি থেকে যে ছবির স্টিকার বানাতে হবে সেটি নির্বাচন করতে হবে। ছবি নির্বাচনের পর কাটআউট করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ছবির পটভূমি মুছে গেলে ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুকে স্টিকার হিসেবে স্টোরিতে ব্যবহার করা যাবে।
কিভাবে ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্রেম স্টিকার ও কাটআউট সুবিধা ব্যবহার করবেন
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য