গুগল সাইবার হামলা ও প্রতারণা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এআই প্রযুক্তি ব্যবহার করছে। এ জন্য প্রতিষ্ঠানটি নিজেদের থ্রেট ইন্টেলিজেন্স টুলে এআই প্রযুক্তির চ্যাটবট ‘জেমিনি’ যুক্ত করেছে।
নতুন এ উদ্যোগের ফলে থ্রেট ইন্টেলিজেন্স টুলটি সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি ও ক্ষতিকর ম্যালওয়্যার শনাক্ত করার পাশাপাশি সেগুলো থেকে রক্ষার উপায় সম্পর্কে জানতে সহায়তা করবে।
থ্রেট ইন্টেলিজেন্স টুলে জেমিনি প্রো চ্যাটবটের ১ দশমিক ৫ সংস্করণ ব্যবহার করা হয়েছে। সাইবার হামলার ঝুঁকিতে থাকা অসংখ্য তথ্য দ্রুত স্ক্যান করতে পারে জেমিনি চ্যাটবটের এই সংস্করণ।
পাশাপাশি খুবই দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সাহায্যে ক্ষতিকর ম্যালওয়্যারের কোড বিশ্লেষণ করে সেটি থেকে নিরাপদে থাকার সমাধান দিতে পারে।
জেমিনি প্রো এআই মাত্র ৩৪ সেকেন্ডে ভয়ংকর ওয়্যানক্রাই ম্যালওয়্যারের কোড যাচাই করে সুরক্ষিত থাকার সম্ভাব্য সমাধান দিতে পেরেছে। শুধু সাইবার হামলার ঝুঁকিই শনাক্ত করে না, বরং সম্ভাব্য প্রতিকার দিতেও ভূমিকা রাখছে থ্রেট ইন্টেলিজেন্স টুলটি।
ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এআই প্রযুক্তি ব্যবহার করছে গুগল
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য