https://powerinai.com/

কেমন হবে ডিজিটাল টুইন টেকনোলজি: পলক

কেমন হবে ডিজিটাল টুইন টেকনোলজি: পলক কেমন হবে ডিজিটাল টুইন টেকনোলজি: পলক
 
নিজের অবিকল অ্যাভাটারের মাধ্যমে সবাইকে সম্ভাষণ জানিয়ে চমক দেখালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডিজিটাল টুইনের এই প্রাণবন্ত ভিডিও বক্তব্যে বিমুগ্ধ নেটিজেনরা। মুহূর্তেই বিষয়টি পরিণত হয় দেশের ইন্টারনেটে টক অব দ্য নেটিজেন। যা নিয়ে এখনো চলছে আলোচনা।   

এ নিয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, কোনো টেক জায়ান্ট প্রতিষ্ঠান নয়; এই অ্যাভাটারটি বানিয়েছে দেশেরই এক দল উদ্ভাবক। উদ্ভাবকদের এআই নিয়ে এমন সফলতা প্রসঙ্গে পলক বলেন, এআই মানব সভ্যতার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে, আমাদের দেশের তরুণরাও এআই নিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে।

একদল তরুণ হুবহু আমার কন্ঠ ও ছবি ব্যবহার করে আমার ডিজিটাল স্পিচ তৈরি করেছে। আমি আমাদের স্টার্টআপদের বলবো ভবিষ্যতমুখী প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে।  

গত ১১ মে অনুষ্ঠিত দেশের প্রথম জিআই পণ্য মেলায় নিজের ডিজিটাল টুইনের কথা প্রথম শেয়ার করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তখন তিনি জানিয়েছিলেন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তিতে কণ্ঠ বিশ্লেষণ করে এবং মেশিন লার্নিং অ্যাপ্লাই করে দেশের একটি এআই গবেষক দল তার নতুন একটি ইংলিশ বক্তব্য তৈরি করেছেন যেটি তিনি কখনো কোথাও বলেননি।

এরপর দলটিকে তিনি নিজের একটা ডিজিটাল টুইন বানাতে আহ্বান জানান। এর ৫ দিনের মাথায় ১৭ মে সেই ডিজিটাল টুইন দিয়েই বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৪ এর জাতীয় অনুষ্ঠানে সবাইকে চমকে দেন জুনাইদ আহমেদ পলক।

সর্বশেষ প্রযুক্তি নির্ভর এই কাজটি সবাইকে এতোটাই মুগ্ধ করে যে দ্বিতীয়বার দেখানো হয় বক্তব্যটি। এসময় করতালিতে মুখরিত হয় অনুষ্ঠান স্থল। 

বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই স্টেজে উঠে প্রতিমন্ত্রী বলেন, শুরুতেই আমার যে ডিজিটাল টুইন আপনাদের সম্ভাষণ জানিয়েছে সেটা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে দেশেরই একজন প্রযুক্তি উদ্ভাবক ৫ সদস্যের ছোট্ট একটি টিম নিয়ে তৈরি করেছে। 

অনলাইনে থাকা আমার অ্যাভেইলেবল ইংলিশ স্পিচের ভয়েজ মেশিন লার্নিং টুল ও এআই টেকনোলজি ব্যবহার করে এই ছোট্ট স্পিচটি তৈরি করেছে। যেটা আমি কোনো দিন দেখিওনি, শুনিওনি, পড়িওনি, বলিওনি। 

প্রতিমন্ত্রীর এআই অ্যাভাটারটি বানিয়েছে পাওয়ার ইন এআই (power in AI)। এই স্টার্টআপটি কমজগৎ টেকনোলজিস এর সহযোগী প্রতিষ্ঠান।

নির্মার্তারা জানিয়েছেন, যুগের সাথে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সাম্প্রতিক সময়ে অনেক উন্নত হয়েছে। রিয়েলিস্টিক অ্যাভাটার তৈরি করা যাচ্ছে।

প্রতিমন্ত্রীর অফিসিয়াল অ্যাভাটার দিয়ে বাংলাদেশে প্রথম এমন একটা কাজ করতে পেরে তারা গর্বিত। মূলত, স্মার্ট বাংলাদেশের  সময় ও খরচ বাঁচাতে এআই নির্ভর কন্টেন্ট দিয়ে অ্যাভাটার বানাতে গবেষণা ও উন্নয়ন করছে এই দলটি।

কেননা. অ্যভাটার বানাতে ক্যামেরা-শ্যুটিং, স্কৃপ্টিং কিংবা বারবার ভয়েস রেকর্ডিং দরকার হয় না। ফলশ্রুতিতে এখন মিনিট ৫ এর মধ্যে  ডেস্কে বসেই অ্যাভাটার তৈরি করতে পারছে দলটি।

তাদের তৈরি অ্যাভাটারটি বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। এক্ষেত্রে মাতৃভাষা বাংলা প্রাধান্য দেয়া হয়েছে। উদ্ভাবক দলের প্রত্যাশা চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় এআই অ্যাভাটার ব্যস্ত মানুষকে দেবে স্বস্তি।

ব্যবসায়ে পণ্যের প্রসারে দারুণ সুযোগ তৈরি করবে। এ নিয়ে কমজগৎ টেকনোলজিস প্রধান নির্বাহী মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল বলেছেন, পলক ভাইয়ের গাইডেন্সে আমরা এই কাজ করছি।

তার নির্দেশনা অনুযায়ী এখন এটি যেনো কেউ অপব্যবহার করতে না পারে সেজনও আমরা একটি টুল বানাচ্ছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ ডিজরাপ্টেড টেকনোলজি হিসেবে বাংলাদেশকে এআই নিয়ে যে ড্রাইভ দেয়ার আহ্বান জানিয়েছেন আমরা তা কাজে পরিণত করে বিশ্বময় প্রযুক্তিতে বাংলাদেশের স্বনির্ভরতার প্রমাণ দিতে সক্ষম হবো।











০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।