https://powerinai.com/

সাংবাদিকতার তথ্যভান্ডার ব্যবহার করতে চায় চ্যাটজিপিটি

সাংবাদিকতার তথ্যভান্ডার ব্যবহার করতে চায় চ্যাটজিপিটি সাংবাদিকতার তথ্যভান্ডার ব্যবহার করতে চায় চ্যাটজিপিটি
 

চ্যাটিজিপিটির মতো এআই প্রযুক্তির চ্যাটবটগুলোকে প্রতিনিয়ত শিখতে হয়। চ্যাটজিপিটিরও মানুষের মতো প্রশিক্ষণের প্রয়োজন হয়।

চ্যাটজিপিটি ইন্টারনেটের বিভিন্ন তথ্যভান্ডার থেকে প্রশিক্ষণ নেয়। এই চ্যাটবট সেই তথ্যই মানুষের সামনে তুলে ধরে। এবার সেই প্রশিক্ষণ আরও এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই।

সম্প্রতি ওপেনএআই মার্কিন গণমাধ্যম নিউজ কর্পের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির ফলে চ্যাটজিপিটি নিউজ কর্পের সব তথ্যভান্ডার বা ডেটাবেজ থেকে প্রশিক্ষণ নিতে পারবে।

এই চুক্তির জন্য ওপেনএআইকে গুনতে হবে ২৫ কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান, দ্য টাইম, দ্য নিউইয়র্ক পোস্ট, মার্কেট ওয়াচ এবং সানডে টাইমস ইত্যাদি পত্রিকাগুলোর মূল প্রতিষ্ঠান হলো ‘নিউজ কর্প’।

চ্যাটজিপিটি এই চুক্তির মাধ্যমে বিশাল গণমাধ্যমগুলোর তথ্যভান্ডার ও প্রতিবেদনে প্রবেশ করতে পারবে। ফলে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত সাংবাদিকদের প্রতিবেদন চ্যাটজিপিটির হাতে চলে আসবে। 

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানান, এই চুক্তি নতুন এক ভবিষ্যতের সূচনা করতে যাচ্ছে, যেখানে এআই সাংবাদিকতা পেশাকে সম্মান করবে এবং আদর্শ সাংবাদিকতা তুলে ধরবে। 

এই চুক্তির আগে অনুমতি ছাড়া ইন্টারনেট থেকে তথ্য ও প্রতিবেদনের ওপর চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেওয়ায় সমালোচনার শিকার হয়েছে ওপেনএআই।

দ্য নিউইয়র্ক টাইমস এ নিয়ে মামলা করেছে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে। এবার প্রতিষ্ঠানটি ২৫ কোটি ডলারের চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সেই ধরনের মামলা থেকে রেহাই পাবে।

সম্প্রতি দ্য ফিন্যান্সিয়াল টাইমস, রেডিট ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করেছে ওপেনএআই। 

তবে ওপেনএআইয়ের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। তাদের বিশ্বাস, এই প্রতিবেদনগুলো সাংবাদিকদের পরিশ্রমের ফসল। বিনা অনুমতিতে এই তথ্যগুলো ব্যবহার করেছে ওপেনএআই।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।