৬ জুন জাতীয় সংসদের মাধ্যমে জাতির সামনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থান করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এ বাজেটের আকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। আর বাজেট ঘাটতি ধরা হবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।জনস্বার্থ ও স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এবারের বাজেটে সম্পূর্ণ ক্যাশলেস লেনদেনের শর্তসাপেক্ষে আরও তিন বছর কর অব্যাহতি সুবিধা বাড়লেও এবার ২৭টি উপখাত কমে দাঁড়াচ্ছে ১৯টিতে।
এবারের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইন, রোবটিক্স, সফটওয়্যার-অ্যাজ-এ-সার্ভিস (স্যাস) ও ডেটা সায়েন্স।
তবে কর অব্যাহতির সুবিধা থেকে বাদ পড়ছে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), সিস্টেম ইন্ট্রিগ্রেশন ও ক্লাউড সার্ভিস।
একইসঙ্গে গত কয়েক বছর ধরে আলোচনায় থেকেও এই তালিকায় যুক্ত হয়নি ইন্টারনেট সেবা বা আইএসপি।পরিচয় গোপন রেখে জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
মোবাইলে কথা বলতে গিয়ে এবারও বাড়তি খরচ করতে হতে পারে গ্রাহকদের। মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ৭৩ টাকার কথা বলতে পারেন।
বাকি ২৭ টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবার ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তা ৬৯ দশমিক ৩৫ টাকার কথা বলতে পারবেন।
বর্তমানে সিমের ওপর ভ্যাটের পরিমাণ ২০০ টাকা। সামনে এই হার ১০০ টাকা বা ৫০ শতাংশ বাড়িয়ে ৩০০ টাকা করা হতে পারে।
শুধু মোবাইল ফোনে কথা বলা বা সিমের দামে নয়, আরও অনেক জায়গায় ব্যয় বাড়বে সাধারণ মানুষের। এক থেকে ৫০ ওয়াটের এলইডি বাল্ব এবং ১৮ থেকে ৩৬ ওয়াটের টিউব লাইটের ভ্যাটহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে।
ইলেকট্রনিক খাতের মধ্যে রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনে ভ্যাটহার ৫ শতাংশ বাড়ানো হতে পারে। তবে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্য সামনে রেখে ল্যাপটপের আমদানি শুল্ক কমানো হচ্ছে।
বর্তমানে ল্যাপটপ আমদানিতে মোট করভার ৩১ শতাংশ। এটা কমে হতে পারে ২০ দশমিক ৫০ শতাংশ। আসছে বছরে আইটিইএস সেবা হিসেবে এআই-বেজড সল্যুশন ডেভেলপমেন্ট; ব্লকচেইন-বেজড সল্যুশন ডেভেলপমেন্ট; রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং; সফটওয়্যার-অ্যাজ-আ-সার্ভিস; সাইবার সিকিউরিটি সার্ভিস; ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স ও ডেটা সায়েন্স; মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস; সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন, সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস; ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস; জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস; ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট; ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন; ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং; ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাব্লিকেশন; আইসিটি ফ্রিল্যান্সিং; কল সেন্টার সার্ভিস; এবং ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং কর অব্যাহতি সুবিধা পেতে যাচ্ছে।
কর সুবিধায় যুক্ত হচ্ছে এআই, ব্লকচেইন ও রোবটিক্স
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য