মানুষের পোষা প্রাণীর ভাষা নিয়ে জানার আগ্রহ অনেক। এ বিষয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের গবেষণা হলেও কার্যকর উপায় বের করা যায়নি।
এবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞানীরা কুকুরের ডাকের অর্থ বুঝতে সক্ষম এআই মডেল তৈরি করেছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলটি কুকুরের বয়স, লিঙ্গ ও জাত শনাক্তের পাশাপাশি কী বলতে চাইছে, তা শনাক্ত করে জানাতে পারে।
এর ফলে ডাক শুনে সহজেই কুকুরের মনোভাব বোঝা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলটি নিয়ে আর্কাইভ জার্নালে একটি গবেষণাপত্রও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞানী রাদা মিহালসিয়া জানিয়েছেন, এআই মডেলটি তৈরির জন্য মানুষের কথা বুঝতে সক্ষম স্পিচ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ফলে এআই মডেলটি কন্ঠস্বরের ওঠানামা ও উচ্চারণের পার্থক্য করতে পারে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলটিকে কুকুরের আচরণ শনাক্তের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রাণীদের সম্পর্কে অনেক কিছু এখনো অজানা থাকলেও এআই মডেলটির মাধ্যমে প্রাণীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্নয়ন দলে কাজ করেছেন আরেক বিজ্ঞানী আর্টেম আবজালিয়েভ। তিনি বলেন, ‘প্রাণীর কণ্ঠস্বর বা ডাক ধারণ করা অনেক কঠিন কাজ।
আর তাই তথ্যের অভাবে কুকুরের কণ্ঠস্বর বিশ্লেষণ করতে আমাদের অনেক সময় লেগেছে। আমরা প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলটি মানুষের ভাষা ও কথার ধরন কতটা শনাক্ত করতে পারে, তা বুঝতে চেষ্টা করি।
পরে এআইয়ের মাধ্যমে কুকুরের ঘেউ ঘেউ ডাকের অর্থ বোঝার চেষ্টা করা হয়। আমরা বিভিন্ন প্রজাতি, বয়স ও লিঙ্গের ৭৪টি কুকুরের ডাকের শব্দ ধারণ করে একটি তথ্যভান্ডার তৈরি করেছি। এখন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলটি ৭০ ভাগ নির্ভুল তথ্য জানাতে পারে।
০ টি মন্তব্য