অনেকেই স্মার্টফোনে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, গান শোনাসহ ভিডিও দেখেন।
এসব কাজের পাশাপাশি আরও বেশ কিছু কারণে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। ফোন পুরোনো হলে তো কথাই নেই, ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ায় চার্জও দ্রুত শেষ হয়।
ফলে প্রয়োজনীয় কাজ করার সময় চার্জ ফুরিয়ে যাওয়ার অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন ব্যবহারকারীরা। তবে বেশ কিছু কৌশল মেনে চললে স্মার্টফোনের ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখা যায়। চলুন দেখে নেওয়া যাক চার্জ ধরে রাখার সেসব কৌশল।
ওয়াই-ফাই ও মোবাইল ডেটা বন্ধ রাখা
অনেকেই প্রয়োজন না থাকলেও সব সময় স্মার্টফোনে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা সুবিধা চালু করে রাখেন। ফলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই প্রয়োজন ছাড়া ফোনে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা বন্ধ রাখতে হবে।
লোকেশন সার্ভিস বন্ধ রাখা
ফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে লোকেশন সার্ভিস চালু রাখতে হয়। তবে ফোনে যে সব সময় সার্ভিসটি চালু রাখতে হবে, বিষয়টি এমনও নয়। লোকেশন সার্ভিস চালু থাকলে তা ব্যাটারির চার্জ বেশি খরচ করে। তাই প্রয়োজন না হলে এটি বন্ধ রাখতে হবে।
পর্দার উজ্জ্বলতা কমানো
ফোনের পর্দার ব্রাইটনেস বা উজ্জ্বলতা বেশি থাকলে ব্যাটারির চার্জ বেশি খরচ হয়। ফলে ব্যাটারির চার্জও দ্রুত শেষ হয়ে যায়। এ সমস্যা সমাধানে ফোনের পর্দার উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করতে হবে।
ব্যাটারি বেশি খরচ করা অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা
ফোনে থাকা বেশ কিছু অ্যাপ ব্যাটারি বেশি খরচ করে। কারণ, ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে।
এ জন্য ফোনের সেটিংস অপশনে থাকা ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে ক্লিক করে কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করছে, সেগুলোর নাম জানতে হবে। এরপর অপ্রয়োজনীয় বা অব্যবহৃত অ্যাপগুলো মুছে ফেলতে হবে।
এ জন্য ফোনের সেটিংস অপশনে থাকা ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে ক্লিক করে কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করছে, সেগুলোর নাম জানতে হবে। এরপর অপ্রয়োজনীয় বা অব্যবহৃত অ্যাপগুলো মুছে ফেলতে হবে।
০ টি মন্তব্য