মার্কিন বিধিনিষেধের কারণে প্রযুক্তি খাতে অনেকটাই সুবিধাবঞ্চিত চীন। এর মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) উৎপাদনে প্রবেশাধিকার ধরে রাখতে কিছু কোম্পানি কম শক্তিশালী প্রসেসর তৈরি করছে।
চীনের সামরিক খাতে অত্যাধুনিক চিপের ব্যবহার ঠেকাতে অত্যাধুনিক প্রসেসর ও চিপ উৎপাদন যন্ত্রাংশের ওপর একাধিক রফতানি বিধিনিষেধ আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র।
গত বছরের অক্টোবরে আরোপিত বিধিনিষেধের পর অবশ্য দুটি বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, উন্নত চিপ তৈরিতে চীনের সক্ষমতা খুব সীমিত।
দ্বিতীয়ত, চীনা এআই চিপ ডিজাইন কোম্পানিগুলো বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
চীনের শীর্ষ দুই এআই চিপ প্রতিষ্ঠান মেটাএক্স ও এনফ্লেইম গত বছরের শেষের দিকে টিএসএমসিতে কম শক্তিশালী চিপের ডিজাইন জমা দেয়। সংশ্লিষ্টদের অভিমত মার্কিন বিধিনিষেধ মেনে তারা এ উদ্যোগ নিয়েছে।
সাংহাইভিত্তিক মেটাএক্স সি২৮০ নামে একটি কম শক্তিশালী চিপ তৈরি করেছে। চলতি বছরের শুরুতে চীনে তার সবচেয়ে উন্নত জিপিইউ সি৫০০-এর মজুদ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন কোম্পানিটি।
তবে মেটাএক্স এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি। এছাড়া টেক জায়ান্ট টেনসেন্ট সমর্থিত সাংহাইভিত্তিক কোম্পানি এনফ্লেইমও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
টিএসএমসি জানায়, কোম্পানি প্রাসঙ্গিক আইন ও বিধিবিধান অনুসরণ করে ক্লায়েন্টদের সঙ্গে কাজ করছে। মেটাএক্স ও এনফ্লেম দুটি উদীয়মান চীনা কোম্পানি।
দেশের গুরুত্বপূর্ণ খাতে কোম্পানি দুটির অবদান রাখার সম্ভাবনার জন্য চীন সরকার তাদের নির্বাচিত করেছে। এ কারণে তাদের রাষ্ট্রীয় সহায়তা ও অনুদান পাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মেটাএক্স গত মাসে স্থানীয় পর্যায়ে উৎপাদিত একটি হাই লেভেলের এআই প্রশিক্ষণ চিপ বিকাশের জন্য সরকারি তহবিল পেয়েছে। কোম্পানিটির চীনজুড়ে একাধিক গবেষণা কেন্দ্র ও ফ্যাব প্রকল্প রয়েছে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, ‘হুয়াওয়ে ছাড়াও চীনের প্রায় ৫০টি এআই চিপ স্টার্টআপ রয়েছে, যারা এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে চায়।
এর মধ্যে কয়েকটি স্টার্টআপ সরাসরি মার্কিন রফতানি বিধিনিষেধের সম্মুখীন হয়েছে।’ বিশ্লেষকদের মতে, চীনের এআই স্টার্টআপগুলো চিপ তৈরিতে যে সমস্যার মুখে রয়েছে তা পারতপক্ষে হুয়াওয়ের প্রচেষ্টাকে আরো উপকৃত করতে পারে। রফতানি বন্ধের কারণে চীনের বাজারের জন্য এনভিডিয়াকে দুর্বল চিপ তৈরি করতে হচ্ছে।
কম শক্তিশালী প্রসেসর তৈরি করছে চীন
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য