চুক্তির ফলে মাইবিএল সুপার অ্যাপ গ্রাহকরা উন্নত অ্যাডটেক সেবা পাবেন। যা ভিওন ব্র্যান্ডের এআই ১৪৪০ কৌশল বাস্তবায়নে সহায়ক হবে।
টেলিকম অপারেটর হিসেবে কোনো টেলকো অ্যাপের মধ্যে প্রথমবার উদ্ভাবনী অ্যাডটেক প্রযুক্তি যুক্ত করল অপারেটরটি।
ভিওন অ্যাডটেকের চিফ এক্সিকিউটিভ অফিসার জর্জ হেল্ড বলেন, দেশের সেরা সব ব্র্যান্ড এখন উন্নত অ্যাডটেক প্রযুক্তির মাধ্যমে গ্রাহক ক্যাটাগরি, জিওটার্গেটিং ও ক্রস-ডিভাইস ট্র্যাকিং সুবিধা গ্রহণ করে মাইবিএল সুপার অ্যাপের গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে।
ফলে সব ব্র্যান্ডই এখন আরও সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রচার করতে পারবে। সর্বাধিক গ্রাহকের কাছে পৌঁছানোর ফলে বিনিয়োগ হবে লাভজনক।
মাইবিএল সুপার অ্যাপে মানোন্নত অ্যাডটেক প্রযুক্তি যুক্ত করার কারণে ব্র্যান্ডের সক্ষমতা বাড়ার সঙ্গে গ্রাহকদের অভিজ্ঞতাও সমৃদ্ধ হবে; যাতে তাদের কাছে প্রাসঙ্গিক ও অর্থপূর্ণ কনটেন্ট পৌঁছে।
চুক্তি ফলে উদ্ভাবনী ও দক্ষ ডিজিটাল সেবার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন তরান্বিত হবে। বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, মাইবিএল সুপার অ্যাপে অ্যাডটেক প্রযুক্তির সংযুক্তি উদ্ভাবনী ডিজিটাল অপারেটর হিসেবে নিজেদের অবস্থানকে সমৃদ্ধ করবে।
উদ্যোগটি ব্র্যান্ড ও ভোক্তাকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিরই প্রতিফলন। ভিওন অ্যাডটেকের প্রযুক্তি ও টানা চার বছরে আটবার ওকলা স্বীকৃত বাংলালিংক ফোরজি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে।
বাংলালিংক নেটওয়ার্ক দ্বিগুণ বাড়িয়ে ফোরজি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ডিজিটালাইজেশনে সহায়তা করছে ও স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে কাজ করছে।
বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর ফয়সাল আহমেদ ও বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ডিপার্টমেন্ট হেড কাজী শারেকুজ জামান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
০ টি মন্তব্য