https://powerinai.com/

কিভাবে সি ড্রাইভের জায়গা বাড়াবেন

কিভাবে সি ড্রাইভের জায়গা বাড়াবেন কিভাবে সি ড্রাইভের জায়গা বাড়াবেন
 
কমপিউটারের ‘সি’ ড্রাইভে সফটওয়্যারের ফাইলগুলো রাখা হয়। সফটওয়্যার ইনস্টল করলে ফাইল এবং রান হওয়ার সব ধরনের কাজই ‘সি’ ড্রাইভের মাধ্যমে সম্পন্ন হয়।

আর এ কারণে যখন কম স্পেস নিয়ে কমপিউটার চালু করা হয়, তখন একাধিক সফটওয়্যার চালু করলেই ‘সি’ ড্রাইভ ফুল হয়ে যায়। ফলে প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয় না। 

স্পেস বাড়াবেন যেভাবে 
‘সি’ ড্রাইভের জায়গা বাড়াতে প্রথমে ডাউনলোড, ডেস্কটপ, ডকুমেন্ট, মিউজিক, পিকচার এবং ভিডিও ফাইল ফোল্ডার থেকে অপ্রয়োজনীয় ডকুমেন্ট ডিলিট করে দিন।
এরপর নিচের টুলবারে সার্চ অপশনে রান লিখে সার্চ দিতে হবে। রান অপশনে গিয়ে Temp লিখে এন্টার বাটনে ক্লিক করলে টেম্পোরারি কিছু ফাইল ফোল্ডার দেখাবে। এখানে সাধারণত অপ্রয়োজনীয় ফাইল দেখানো হয়। এসব ফাইল ডিলিট করে দিন। 

রান অপশনে ‘%temp%’, recent লিখে অপ্রয়োজনীয় সব ফাইল ডিলিট করতে হবে। সবশেষে রিসাইকেল বিনে জমে থাকা ফাইল ডিলিট করতে হবে। এভাবে সহজে ‘সি’ ড্রাইভের জায়গা বাড়ানো যায়। 

উইন্ডোজ আপডেট করার ফলে অনেক সময় পুরনো উইন্ডোজ সংস্করণ থেকে যায়। উইন্ডোজে ‘ডিস্ক ক্লিনআপ’ নামে টুল আছে। টুল ক্লিন করার সময় পুরনো সব ফাইল ডিলিট হয়ে যাবে। এভাবেও ‘সি’ ড্রাইভের জায়গা বাড়ানো সম্ভব।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।