https://powerinai.com/

এই নিয়মে ফোন চার্জ দিলে ব্যাটারি টিকবে দীর্ঘদিন

এই নিয়মে ফোন চার্জ দিলে ব্যাটারি টিকবে দীর্ঘদিন এই নিয়মে ফোন চার্জ দিলে ব্যাটারি টিকবে দীর্ঘদিন
 
স্মার্টফোনের প্রাণ ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপের ওপরই নির্ভর করে ফোনের আয়ু। তাই ফোনের ব্যাটারির ওপর যত্নবান হতে হবে।

এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। ফোনের ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে ৮০-২০ এই নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। চলুন জেনে নেওয়া যাক কী সেই নিয়ম। 

বেশিরভাগ ক্ষেত্রে ভুল চার্জিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত হয় স্মার্টফোন। ফুলে যায় ব্যাটারি বা ওভারচার্জিংয়ের ফলে ফোন হিট হতে শুরু করে। তাই ফোন ও ব্যাটারির আয়ু বাড়াতে এই নিয়ম মেনে চলুন। 

চার্জিংয়ের ৮০-২০ নিয়ম কী 
অনেকেই আছেন যারা যেকোনো সময় স্মার্টফোন চার্জে বসিয়ে দেন। আর ভুলভাবে চার্জ করার ফলে ব্যাটারি প্রভাবিত হয়।

তাই ফোন চার্জে বসানোর সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত যাতে ব্যাটারি নষ্ট না হয়। বহু ব্যবহারকারী ফোন চার্জে রেখে ১০০ শতাংশ চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।

৯০-৯৫ শতাংশ চার্জ হয়ে গেলে তারা চার্জার ডিসকানেক্ট করেন না। আপনিও যদি এমন করে থাকেন, তাহলে আজই অভ্যাস বদলে ফেলুন।
বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন ৮০ শতাংশ চার্জ করলেই যথেষ্ট। তাহলে ভালো ব্যাটারি লাইফ দিতে পারে ওই ফোন। আপনার ফোন যদি ৮০-৯০ শতাংশের মধ্যে চার্জ হয়ে থাকে, তাহলে চার্জার খুলে নেওয়া উচিত। 

ঠিক একইভাবে ফোন চার্জিংয়ে বসানোর সময়ও একই ভুল করেন ব্যবহারকারীরা। যতক্ষণ না স্মার্টফোনের ব্যাটারি একদম শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা ফোন চার্জিংয়ে বসান না।

ব্যাটারি কখনই ০ শতাংশে নিয়ে যাওয়া উচিত নয়। ফোনে ব্যাটারি ২০ শতাংশ বা তার নিচে এলেই চার্জিংয়ে বসিয়ে দিন। ২০ শতাংশের নিচে নামা উচিত নয়। 

এইভাবে আপনি যদি চার্জিংয়ের ৮০-২০ নিয়ম মেনে চলেন, তাহলে আপনার নতুন ফোনের ব্যাটারি তো ভালো থাকবেই, পাশাপাশি ফোন পুরনো হলেও তার ব্যাটারি স্বাস্থ্য ভালো থাকবে।

আরও কিছু বছর সেই ফোন ব্যবহার করতে পারবেন। মোবাইলের ব্যাটারি যদি ২০ শতাংশ বা তার কমে আসে তাহলে চার্জিংয়ে বসিয়ে দিন।

আবার চার্জ ৮০ শতাংশ হয়ে গেলে চার্জ খুলে নিন। এভাবে যদি না করেন তাহলে ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে পুরনো ফোনে ব্যাটারি ও চার্জিংয়ের সমস্যাই সবথেকে বেশি দেখা গিয়েছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।