https://powerinai.com/

সাম্প্রতিক খবর

সুহৃদের রিটে বেসিস প্রশাসকের কার্যক্রম স্থগিত

সুহৃদের রিটে বেসিস প্রশাসকের কার্যক্রম স্থগিত সুহৃদের রিটে বেসিস প্রশাসকের কার্যক্রম স্থগিত
 

বেসিস সদস্য তৌফিকুল করিম সুহৃদের রিটে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসকের সকল কার্যক্রম স্থগিত করতে নির্দেশনা দিয়েছেন আদালত। ১৫ ডিসেম্বর (রবিবার) সুহৃদের রিট পিটিশন নম্বর ১৫৫২৫/২০২৪ শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। 

ওই শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট ফিদা কামাল ও ব্যারিস্টার নিহাদ কবিরের পক্ষে ব্যারিস্টার এ বি এম হামিদ মিশবাহ এবং ব্যারিস্টার বিশ্বজিত দেব উপস্থিত ছিলেন। 

ব্যারিস্টার এ বি এম হামিদ মিশবাহ বেসিস বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, উক্ত পিটিশনে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (ডিটিও) উইং-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কর্তৃক ০৪.১২.২০২৪ তারিখে জারি করা আদেশ, যার রেফারেন্স নম্বর ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০২৮.৯৮.৭৯৫, চ্যালেঞ্জ করা হয়েছে। এই আদেশের মাধ্যমে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত বেসিস নির্বাহী পরিষদকে অকার্যকর ঘোষণা করে এবং বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারার অধীনে একজন প্রশাসক নিয়োগ করা হয়।

আদালত শুনানি শেষে এক রুল নিসি জারি করেন, যেখানে বিবাদীদের কারণ দর্শানোর জন্য বলা হয়েছে যে, কেন ০৪.১২.২০২৪ তারিখে রেফারেন্স নম্বর ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০২৮.৯৮.৭৯৫ এর মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (ডিটিও) উইং-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কর্তৃক জারি করা আদেশ, যার মাধ্যমে উত্তরদাতা নম্বর ৪, ড. মুহাম্মদ মেহেদী হাসানকে (অতিরিক্ত সচিব, আইসিটি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়) বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত নির্বাহী পরিষদকে অকার্যকর ঘোষণা করা হয়েছে, তা বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর বাধ্যতামূলক বিধানসমূহ লঙ্ঘন এবং আইনানুগ কর্তৃত্ববিহীন বিবেচিত হবে না।

ব্যারিস্টার এ বি এম হামিদ মিশবাহর চিঠিতে আরো বলা হয়, আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্ট্যাটাস কৌ বজায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেন। উক্ত স্ট্যাটাস কৌ আদেশ অনুযায়ী প্রশাসকের কার্যক্রম স্থগিত থাকবে (প্রশাসককে কোনো নতুন পদক্ষেপ গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে)। এই আদেশের পরিপন্থী কোনো কার্যক্রম সুপ্রিম কোর্টের নির্দেশনার লঙ্ঘন হিসেবে গণ্য হবে (৪৪ ডিএলআর (এডি) ১৯৯২ অনুযায়ী)। 

তৌফিকুল করিম সুহৃদ এই রিট কার্যক্রম সম্পর্কে বেসিস হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন, ‘বেসিসের সব সদস্যদের জন্য জানাতে চাইছি, সর্বোচ্চ আদালত বেসিসের প্রশাসক এবং প্রশাসক সংশ্লিষ্ট সহায়ক সহ সব কার্যবিধির উপর স্থগিতাদেশ দিয়েছেন। এই নোটিশের মর্মার্থ হচ্ছে, আপাতত বেসিসের প্রশাসক মহোদয়, বা নির্বাচিত ইসির কেউই আদালতের নির্ধারিত শুনানি অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আর সেই শুনানির রায় না হওয়া পর্যন্ত সবাই সব কাজ থেকে বিরতিতে থাকতে হবে। বেসিসের গণতান্ত্রিক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ না করতেই আমাদের সদস্যদের সবার ক্ষুদ্র প্রয়াস’।

উল্লেখ্য, এর পরিপ্রেক্ষিতে সুহৃদসহ ১১ জন রিট পিটিশন করেছেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।