বাংলাদেশ বিজ্ঞান লেখক ও সাংবাদিক ফোরাম (BSWJF), যা বিশ্ব বিজ্ঞান সাংবাদিক ফেডারেশনের (WFSJ) সদস্য, ৫ ডিসেম্বর ২০২৫ (রবিবার) ভার্চুয়াল কর্মশালার আয়োজন করেছে। "কীভাবে একটি আইসিটি স্টার্টআপ তৈরি করবেন" শীর্ষক এই কর্মশালা জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন যুক্তরাজ্যের সনি কর্পোরেশনের সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী এবং বাংলাদেশের আউটসোর্সিং খাতের অগ্রপথিক প্রকৌশলী ড. রাসেল আনাম। কর্মশালার লক্ষ্য ছিল নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা এবং আইসিটি খাতে সফল উদ্যোগ গড়ে তুলতে দিকনির্দেশনা প্রদান করা।