বেধে দেয়া ৪ মাসের মধ্যে নির্বাচন করতে না পারলেও অবশেষে বাজলো ই-কমার্সকেন্দ্রিক সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর দ্বি-বার্ষিক নির্বাচনের বাঁশি। এই বাঁশিতে এবার আর পরিচালক নয়; সরাসরি ভোট হবে পদ ভিত্তিক। আগামী ৩ মে হবে ভোট।
রবিবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন বোর্ড চেয়ারম্যান সোহেল রহমান স্বাক্ষরিত তফসিল থেকে এ তথ্য জানাগেছে। তফসিল অনুযায়ী, এবার পরিচালক পদে নির্বাচনের প্রার্থী হতে ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৫-২৭ মেয়াদের ই-ক্যাব কার্য নির্বাহী কমিটির নির্বাচনে ভোটার হতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বার্ষিক চাঁদা দিয়ে ভোটার হতে হবে। ১৩-১৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবেন ১৫ মার্চ থেকে। মনোনয়ন পত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৩-১৪ মার্চ। ৯ এপ্রিল প্রকাশ করা হবে বৈধ প্রার্থী তালিকা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল।
সভাপতি পদে প্রার্থী হলে জমা দিতে হবে ১ লাখ ২০ হাজার টাকা। সিনিয়র সহ-সভাপতি ১ লাখ ১০ হাজার টাকা। সহ সভাপতি ১ লাখ ৫ হাজার টাকা। সাধারণ সম্পাদক ১ লাখ টাকা। যুগ্ম সম্পাদক ৮০ হাজার টাকা। অর্থ সম্পাদক ৭০ হাজার টাকা এবং পরিচালক পদে ৫০ হাজার টাকা।
এর আগে গত বছরের ১৩ আগষ্ট পদত্যাগ করেন তৎকালীন সভাপতি শমী কায়সার। এরপর ২৯ আগষ্ট বাকিরা পদত্যাগ করেন। সবশেষ ৭ সেপ্টেম্বরের পদত্যাগ করেন সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শিপন। এরপর ১১ সেপ্টেম্বর ই-ক্যাবে প্রশাসক হিসেবে যোগ দেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী।
০ টি মন্তব্য