https://powerinai.com/

সাম্প্রতিক খবর

টেলিকম নীতির খসড়া পর্যালোচনায় ৪ সদস্যের কমিটি

টেলিকম নীতির খসড়া পর্যালোচনায় ৪ সদস্যের কমিটি টেলিকম নীতির খসড়া পর্যালোচনায় ৪ সদস্যের কমিটি
 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রণীত টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতি, ২০২৫–এর খসড়া পর্যালোচনায় চার সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তিন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীকে নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটির প্রজ্ঞাপন জারি করেছে।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, প্রস্তাবিত নীতি প্রণয়নের পটভূমি এবং স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে নীতির প্রত্যাশিত ও অপ্রত্যাশিত ফলাফল বিশ্লেষণপূর্বক সুপারিশ প্রদান; নীতির আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণপূর্বক সুপারিশ প্রদান এবং নীতি বাস্তবায়নের কারিগরি সক্ষমতার আইনগত প্রয়োগকৌশল বিশ্লেষণপূর্বক সুপারিশ প্রদান করবে কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। যেকোনো সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ বা অন্য কোনো অংশীজনকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর টেলিযোগাযোগ খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিটিআরসি আন্তর্জাতিক দূরপাল্লার টেলিযোগাযোগ সেবা নীতিমালা (আইএলডিটিএস), ২০১০ সংস্কার করে নতুন একটি খসড়া তৈরি করে। বিটিআরসি বলছে, এই নীতির বহুস্তরবিশিষ্ট লাইসেন্সিং ব্যবস্থা একদিকে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মধ্যে দায়িত্বে বিভ্রান্তি সৃষ্টি করেছে, পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবেশে বাধা তৈরি করছে। তাই তারা টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতি ২০২৫ করতে যাচ্ছে।

তবে এই খসড়ার বিভিন্ন ধারা নিয়ে খাতসংশ্লিষ্টরা উদ্বেগ জানিয়ে আসছে। বিএনপিও এই নীতির সমালোচনা করে সংবাদ সম্মেলন করেছে। এ ছাড়া সর্বশেষ খসড়ায় মোবাইল অপারেটরদের জন্য বিদেশি মালিকানা ৮০ শতাংশ এবং দেশি মালিকানা ২০ শতাংশের সীমাও বেঁধে দেওয়ার বিধান রাখা হয়। এ নিয়ে দেশের তিন বিদেশি অপারেটরদের মালিক প্রতিষ্ঠান নিজেদের উদ্বেগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দেয়।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।