https://powerinai.com/

সাম্প্রতিক খবর

৫ম সাইবার ড্রিলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ইউসিবি

৫ম সাইবার ড্রিলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ইউসিবি ৫ম সাইবার ড্রিলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ইউসিবি
 

বাংলাদেশ সরকারের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্টের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এবং সাইবার সক্ষমতা প্রমাণে, ২০২০ সাল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়োজিত সাইবার প্রফেশনালদের নিয়ে জাতীয় পর্যায়ের সাইবার ড্রিল শুরু হয়।

সাইবার সক্ষমতা এবং ইন্সিডেন্ট হ্যান্ডলিং বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং বিজিডি ই-গভ সার্টের সার্বিক তত্ত্বাবধানে গত ২৮ জুন ২০২৫ তারিখ (শনিবার) গুরুত্বপূর্ণ তথ্য পরি-কাঠামোসমূহ এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের অংশগ্রহণে ৫ম জাতীয় সাইবার ড্রিলের চূড়ান্ত পর্ব অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। দুইটি ধাপে আয়োজিত এই সাইবার ড্রিল-এর প্রাথমিক বাছাই পর্ব গতবছর ২৬ অক্টোবর ২০২৪ তারিখ (শনিবার) অনলাইনে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ৫৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এর মধ্য হতে শীর্ষস্থানীয় ৩০টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়। 

তন্মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ইনফরমেশন সিকিউরিটি টিম প্রাথমিক বাছাই পর্বে ৩য় স্থান অর্জন করে চূড়ান্ত পর্বে উন্নীত হয় এবং চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত সাইবার ড্রিলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শীর্ষস্থান দখল করা দলের সদস্য ছিলেন ইনফরমেশন সিকিউরিটি ডিভিশনের মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, দেবাশীষ পাল, ওয়াহিদুর রহমান শিকদার, মোঃ সাইফুল ইসলাম, পঙ্কজ কুমার মণ্ডল এবং আইটিওডি চ্যানেল টিমের মুহতাসিন হক নাভিদ। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।