https://gocon.live/

প্রযুক্তি

সমালোচনার মুখে চীনা ওয়ার্ড প্রসেসর কিংসফট

সমালোচনার মুখে চীনা ওয়ার্ড প্রসেসর কিংসফট সমালোচনার মুখে চীনা ওয়ার্ড প্রসেসর কিংসফট
 

সমালোচনার মুখে চীনা ওয়ার্ড প্রসেসর কিংসফট


একজন চীনা লেখকের অভিযোগের প্রেক্ষিতে চীনের সফটওয়্যার ডেভেলপার তুখোড় সমালোচনার মুখে পড়েছে।  মিফি গু নামের ওই নারী লেখক অভিযোগ করেছেন, কম্পানি ওয়ার্ড প্রসেসিং দশ লক্ষাধিক শব্দের লেখা ‘স্পর্শকাতর বিষয়’ উল্লেখ করে আটকে দিয়েছে। 


দি ওয়াল স্ট্রীট জার্নাল জানিয়েছে, গত ২৫ জুন নারী লেখক দেখতে পান, সফটওয়্যার তাকে সতর্ক বার্তা পাঠিয়েছে লিখেছে, ‘এই লেখায় নিষিদ্ধ বিষয় নিহিত আছে। সুতরাং এতে প্রবেশাধিকার বাতিল করা হলো।


মিফি বলেছেন, ‘ওই মেসেজ দেখে আমার মাথা ঘুরে গেছে।  দশ লক্ষাধিক শব্দ লিখেছি ওই ওয়ার্ড সফটওয়্যারে। এখন আমি তাতে প্রবেশ কেরতে পারছি না।’


ডব্লিউপিএস নামের ওই সফটওয়্যার চীনে সর্বাধিক ব্যবহৃত একটি অ্যাপ্লিকেশন। তার এই ঘটনা তিনি টুইটার সদৃশ চীনের উইবো প্লাটফর্মে  এবং বিভিন্ন রাইটার্স ফোরামে শেয়ার করেছেন। এতে সামাজিক ওই মাধ্যমগুলোতে প্রচুর ক্ষোভ দেখা গেছে। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।