https://powerinai.com/

‘রোবট নকশার আসর ২০২১’ এ চ্যাম্পিয়ন’টিম নেপচুন’ ও রানার আপ’ডি আই ইউ সোলজার্স’

‘রোবট নকশার আসর ২০২১’ এ চ্যাম্পিয়ন’টিম নেপচুন’ ও রানার আপ’ডি আই ইউ সোলজার্স’

‘রোবট নকশার আসর ২০২১’ এ  চ্যাম্পিয়ন’টিম নেপচুন’ ও রানার আপ’ডি আই ইউ সোলজার্স’ ‘রোবট নকশার আসর ২০২১’ এ চ্যাম্পিয়ন’টিম নেপচুন’ ও রানার আপ’ডি আই ইউ সোলজার্স’
 
রোবট নকশার আসর ২০২১ প্রতিযোগিতার সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের দল ‘টিম নেপচুন’। রোবটের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে পানি দূষণ সমস্যার সমাধান দেখিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন তারা।  স্মার্ট হুইল চেয়ার উদ্ভাবনের আইডিয়া উপস্থাপন করে রানার আপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ‘ডিআইইউ সোলজার্স’। অপরদিকে দ্বিতীয় রানার আপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির অরেকটি দল ‘মেকামাইন্ড’। তারা ‘কৃত্রিম বাহু’ উদ্ভাবনের আইডিয়া উপস্থাপন করেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এছাড়া অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হংকংয়ের ইনোভেশন ফার্স্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রেসিডেন্ট অ্যান্ডিলি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনে সোটার রোবটিক্স অ্যান্ড এইচ আর আইয়ের সহকারী অধ্যাপক ড. জুনায়েদ সাত্তার, এটু আই প্রকল্পের সিটিও মোহাম্মদ আরফি এলাহী এবং রোবট নকশার আসরের সহ-আহŸায়ক মো. হাফিজুল ইমরান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. ইমরান মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কৌসিকসরকার।দুই মাস ধরে অনুষ্ঠিত এই তীব্র প্রতিযোগিতায় সারা দেশের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০টি দল অংশ গ্রহণ করে। রোবট নকশার আসর প্রতিযোগিতার আয়োজন করেছিল ড্যাফোডিল রোবটিক্স ল্যাব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ। এতে সহযোগিতা করে এটু আই প্রকল্প, বাংলাদেশ রোবটিক্স ফাউন্ডেশন এবং জেসি আই ঢাকা হেরিটেজ।ক্যাপশনঃ ড্যাফোডিল রোবটিক্স ল্যাব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত রোবট নকশার আসর ২০২১ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের দল ‘টিম নেপচুন’ উদ্ভাবিত রোবটের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে পানি দূষণ সমস্যার সমাধান কারী রোবর্ট। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।