ফ্যাশন ওয়াটারকালার আর্টওয়ার্কস
ফ্যাশনের জগতে ওয়াটারকালার খুবই জনপ্রিয়। এটি মডেলের আর্টওয়ার্ককে যেমন আরও সুন্দর করে তোলে, তেমনি সবার কাছে করে আরও আকর্ষণীয়। এবারের গ্রাফিক্স বিভাগে একটি ফ্যাশন আর্টওয়ার্কে সহজে ওয়াটারকালার যুক্ত করার কৌশল দেখানো হয়েছে।
একটি ফ্যাশন আর্টওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মডেলের স্টাইল। আর্টওয়ার্কে মডেলের ভঙ্গি মুখ্য ভূমিকা পালন করে। চিত্র-১-এ মূল ছবিটি দেখান হলো। পরবর্তী কাজ হলো ছবির ব্যাকগ্রাউন্ড ঠিক করা। একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড ছবিকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি মডেলের রূপকে করে তোলে পরিপূর্ণ। তাই ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা আবশ্যক। এখানে ছবির সাইজ ঠিক করা হয়েছে 1440*900 px, 72 dpi।
মডেলের ছবিটি কপি করে একটি নতুন লেয়ারে পেস্ট করুন এবং লেয়ারটির নাম দিন model। ছবির প্রপর্শানালিটি ৪৫%-এ নির্ধারণ করে এবং ছবিটিকে সামান্য শার্প করে ব্যাকগ্রাউন্ড সিলেকশনের পালা। এ জন্য Magic Wand Tool (tolerance 10) ব্যবহার করে বামদিকের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন এবং শিফট বাটন চেপে ডানদিকে সিলেক্ট করলে পুরো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে। ক্যানভাসে রাইট বাটন ক্লিক করে Select Inverse ক্লিক করুন। ম্যাজিক ওয়ান্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা অবস্থায় উপরের ডান দিকের refine edge বাটনটি ক্লিক করুন। এটি ব্যাকগ্রাউন্ডকে আরও ভালোভাবে এডিট করতে সাহায্য করবে। ব্যাকগ্রাউন্ডের কালার সাদা করুন (চিত্র-২)।
এবার একটি লেয়ার মাস্ক যুক্ত করতে হবে। কেননা, আলাদা লেয়ার মাস্ক দিয়ে এডিট করলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। যেমন- ছবিটির শুধু চুলে যদি কিছু করতে হয় তাহলে চুলের জন্য একটি আলাদা লেয়ার মাস্ক তৈরি করা যায়। ফলে ওই লেয়ার মাস্কে চুলের যেকোনো ধরনের এডিট করলেও মূল ছবিতে তা কোনো পরিবর্তন আনবে না। কিন্তু এডিট শেষ হলে লেয়ার মাস্কটি মূল ছবির সাথে এক করে দেয়া যায়।
এবারে ছবিটিকে আরও একটু সুন্দর করা যাক। এখন stipple brush দিয়ে eraser টুল সিলেক্ট করুন (8 px)। ব্রাশ টুল ব্যবহার করে ছবিটির ধার চিত্র-৩-এর মতো করে একটু এডিট করে নিন। এবার ছবির একটি ব্যাকগ্রাউন্ড ঠিক করতে হবে। আগেই বলা হয়েছে, যেকোনো মডেল আর্টওয়ার্ককে সুন্দর করতে তার ব্যাকগ্রাউন্ডের ভূমিকা অসামান্য। এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে পাতাঝরা গাছ ব্যবহার করা হয়েছে। একটি লেয়ার তৈরি করে নাম দিন ‘tree’ এবং খেয়াল রাখুন লেয়ারটি যেন model লেয়ারটির পেছনে থাকে। এবার tree লেয়ারটির proportionality এমনভাবে ঠিক করুন, যেন ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ ছবি জুড়ে থাকে।
০ টি মন্তব্য