অনুমোদন হচ্ছে আইপি টিভি,তবে নিউজ পরিবেশন নয়
(২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন।চলতি মাসেই আইপি টিভির অনুমোদন দেওয়া শুরু হবে।
তিনি বলেন, দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। আমরা ইতোমধ্যেই রেজিস্ট্রেশনের আবেদন আহ্বান করেছি। সব মিলিয়ে ৬০০ এর মতো আবেদন পড়েছে। এ মাসের মধ্যেই কিছুর অনুমোদন দেবো।
আইপিটিভি রেজিস্ট্রেশনের অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে নীতিমালা পাস হয়েছে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।
০ টি মন্তব্য