সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অনলাইন কনটেন্ট আইন ভঙ্গের অভিযোগ উঠেছে।গত শুক্রবার ইইউ কমিশন জানায়, ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করছে এক্স। ২০২২ সালে ৪ হাজার ৪শ’ কোটি ডলারে টুইটার কিনে নেন ধনকুবের ইলন মাস্ক।এরপর আয় বাড়াতে মাধ্যমটিতে চালু করা হয় অর্থের বিনিময়ে ব্লু টিক বিক্রি। আগে পাব্লিক ফিগাররা বিনামূল্য ব্লু টিকের আওতায় আসতেন।
আরও পড়ুন









