https://powerinai.com/

এআই চিপের দাম বাড়িয়ে ১৫ গুণ লাভের আশা করছে স্যামসাং

এআই চিপের দাম বাড়িয়ে ১৫ গুণ লাভের আশা করছে স্যামসাং এআই চিপের দাম বাড়িয়ে ১৫ গুণ লাভের আশা করছে স্যামসাং
 
স্যামসাং ইলেকট্রনিক্স জানিয়েছে, গত বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাসের তুলনায় এই বছর তাদের লাভ বাড়তে পারে ১৫ গুন।

প্রতিষ্ঠানটি বলেছে, সম্প্রতি তাদের “এআই বুম চিপ”-এর দাম বাড়ানোর কারণে তাদের লাভ বাড়তে পারে ১৫ গুণ। সাউথ কোরিয়ার টেক জায়ান্ট সারাবিশ্বে মেমরি চিপ, স্মার্টফোন এবং টেলিভিশনের নির্মাণের জন্য বিখ্যাত, তাদেরও ছাপিয়ে গেছে স্যামসাং এর এআই বুম চিপ’।

১৫ গুণ বেশি লাভের ঘোষণার পর বিশ্ববাজারে স্যামসাং-এর শেয়ার ২ গুণ বেড়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে তাদের ১০ গুণ লাভ বেড়েছে।

একই সময়ে গত বছর প্রতিষ্ঠানটি লাভ করেছিল ৬৭০ বিলিয়ন ওন। চলতি বছরের প্রথম ৩ মাসে যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১০ ট্রিলিয়ন ওন বা সাড়ে সাত বিলিয়ন ডলারেরও বেশি। 
টোকিও ভিত্তিক গবেষণা ও উপদেষ্টা সংস্থা আইটিআর কর্পোরেশনের প্রধান বিশ্লেষক মার্ক আইনস্টাইন বলেছেন, এই মুহূর্তে ডেটা সেন্টার এবং স্মার্টফোনে এআই চিপগুলোর জন্য চাহিদা দেখা যাচ্ছে।

এআই বুম চিপের চাহিদা ব্যাপক আকারে বাড়ছে। একইসঙ্গে স্যামসাংসহ অন্যান্য প্রতিষ্ঠানের বাজারকেও আরও চাঙা করেছে। 

এদিকে চিপ উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠান এনভিডিয়ার বাজার মূল্য গত মাসে আরও ৩ ট্রিলিয়ন ডলার বেড়েছে। ফলে শীর্ষ মূলধনী কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটি শীর্ষস্থান ধরে রেখেছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।