https://gocon.live/

ইন্টারনেট

ওয়েব ডিজাইন ও এইচটিএমএল থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর

ওয়েব ডিজাইন ও এইচটিএমএল থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর ওয়েব ডিজাইন ও এইচটিএমএল থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর
 

উচ্চ মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয় নিয়ে আলোচনা

ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা


প্রশ্ন-১। ওয়েব পেজ কী?


উত্তর : HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টগুলোকে ওয়েব পেজ বলা হয়। 


প্রশ্ন-২। ওয়েবসাইট কী?


উত্তর : কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে। দ্রুততম সময়ে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম ওয়েবসাইট।


প্রশ্ন-৩। স্ট্যাটিক ওয়েবসাইট কী?


উত্তর : যে ওয়েবসাইটগুলো ওয়েব ডেভেলপার ফাইলে পরিবর্তন করলেই পরিবর্তন দেখায়, এ ধরনের ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।


প্রশ্ন-৪। ডাইনামিক ওয়েবসাইট কী?


উত্তর : যে ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়, সেগুলোকে ডাইনামিক ওয়েবসাইট বলে।


প্রশ্ন-৫। ওয়েব ব্রাউজার কী?


উত্তর : যে সফটওয়্যারের মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েব পেজ, অবস্থিত কোনো সাইটের যেকোনো লেখা, ছবি দেখতে ও ডাউনলোড করতে পারে তাকে ওয়েব ব্রাউজার বলে।


প্রশ্ন-৬। URL কী?


উত্তর : URL-এর পূর্ণনাম Uniform Resource Locator। ওয়েব পেজের ঠিকানাকে URL বলে।


প্রশ্ন-৭। FTP কী?


উত্তর : FTP-এর পূর্ণনাম File Transfer Protocol। ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত প্রটোকলকে FTP বলে।


প্রশ্ন-৮। সার্চ ইঞ্জিন কী?


উত্তর : যে টুলসে সাহায্যে সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েব সাইটগুলোকে আয়ত্বের মধ্যে রাখা হয়, তাকে সার্চ ইঞ্জিন বলে।


প্রশ্ন-৯। ওয়েব পোর্টাল কী?


উত্তর : ওয়েব পেজের যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে, তাকে ওয়েব পোর্টাল বলে।


প্রশ্ন-১০। ওয়েবসাইটের কাঠামো কী?


উত্তর : যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয়, তাকে ওয়েবসাইটের কাঠামো বলা হয়।


প্রশ্ন-১১। লিনিয়ার কাঠামো কী?


উত্তর : যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে (একের পর এক) সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে, তাকে লিনিয়ার কাঠামো বলে।


প্রশ্ন-১২। ট্রি কাঠামো কী?


উত্তর : যে ওয়েবসাইটের হোম পেজে সব ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং ওয়েব পেজগুলো শাখা-প্রশাখায় সাজানো থাকে, তাকে ট্রি কাঠামো বলে।


প্রশ্ন-১৩। ট্যাগ কী?


উত্তর : < > ও এবং এর মধ্যে লেখা একটি কীওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। HTML প্রোগ্রাম লেখার জন্য < > ও দুটি চিহ্ন এবং এর মধ্যে কিছু শব্দ যেমন htmlheadtitlebody ইত্যাদি কীওয়ার্ডে ব্যবহার করা হয়।


প্রশ্ন-১৪। কনটেইনার ট্যাগ কী?


উত্তর : যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু ও শেষ ট্যাগ চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কনটেইনার ট্যাগ বলে। এ ধরনের ট্যাগে শুরু ও শেষ ট্যাগ থাকে।


প্রশ্ন-১৫। এম্পটি ট্যাগ কী?


উত্তর : যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুধু একবার ব্যবহার করা হয়, তাকে এম্পটি ট্যাগ বলে। ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ ইত্যাদির শুরু ট্যাগ থাকলেও শেষ ট্যাগ নেই।


প্রশ্ন-১৬। অ্যাট্রিবিউট কী?


উত্তর : HTML-এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে অ্যাট্রিবিউট বলে।


প্রশ্ন-১৭। নেস্টেড এলিমেন্ট কী?


উত্তর : একটি এলিমেন্টের মধ্যে আরেকটি এলিমেন্ট থাকলে তাকে নেস্টেড এলিমেন্ট বলে। 


প্রশ্ন-১৮। ডোমেইন কী?


উত্তর : তিন অক্ষরের টপ লেভেল ডোমেইনকে জেনেরিক ডোমেইন বলা হয়। জেনেরিক ডোমেইন দ্বারা ডোমেইনের প্রকৃতি বুঝা যায়।


প্রশ্ন-১৯। আইপি অ্যাড্রেস কী?


উত্তর : নেটওয়ার্কের প্রতিটি কমপিউটারের একটি নির্দিষ্ট আইডেন্টিটি অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেস বলে। একটি অঞ্চলের সব ডোমেইন নেমের দায়দায়িত্ব যে কমপিউটার নেয়, তাকে Domain Name System (DNS) বলা হয়।


প্রশ্ন-২০। হোস্টিং কী?


উত্তর : ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে হোস্টিং বলে। হোস্টিং করা না হলে ওয়েবসাইট পাবলিশ করা যায় না। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।