উচ্চ মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয় নিয়ে আলোচনা
ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা
প্রশ্ন-১। ওয়েব পেজ কী?
উত্তর : HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টগুলোকে ওয়েব পেজ বলা হয়।
প্রশ্ন-২। ওয়েবসাইট কী?
উত্তর : কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে। দ্রুততম সময়ে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম ওয়েবসাইট।
প্রশ্ন-৩। স্ট্যাটিক ওয়েবসাইট কী?
উত্তর : যে ওয়েবসাইটগুলো ওয়েব ডেভেলপার ফাইলে পরিবর্তন করলেই পরিবর্তন দেখায়, এ ধরনের ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
প্রশ্ন-৪। ডাইনামিক ওয়েবসাইট কী?
উত্তর : যে ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়, সেগুলোকে ডাইনামিক ওয়েবসাইট বলে।
প্রশ্ন-৫। ওয়েব ব্রাউজার কী?
উত্তর : যে সফটওয়্যারের মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েব পেজ, অবস্থিত কোনো সাইটের যেকোনো লেখা, ছবি দেখতে ও ডাউনলোড করতে পারে তাকে ওয়েব ব্রাউজার বলে।
প্রশ্ন-৬। URL কী?
উত্তর : URL-এর পূর্ণনাম Uniform Resource Locator। ওয়েব পেজের ঠিকানাকে URL বলে।
প্রশ্ন-৭। FTP কী?
উত্তর : FTP-এর পূর্ণনাম File Transfer Protocol। ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত প্রটোকলকে FTP বলে।
প্রশ্ন-৮। সার্চ ইঞ্জিন কী?
উত্তর : যে টুলসে সাহায্যে সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েব সাইটগুলোকে আয়ত্বের মধ্যে রাখা হয়, তাকে সার্চ ইঞ্জিন বলে।
প্রশ্ন-৯। ওয়েব পোর্টাল কী?
উত্তর : ওয়েব পেজের যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে, তাকে ওয়েব পোর্টাল বলে।
প্রশ্ন-১০। ওয়েবসাইটের কাঠামো কী?
উত্তর : যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয়, তাকে ওয়েবসাইটের কাঠামো বলা হয়।
প্রশ্ন-১১। লিনিয়ার কাঠামো কী?
উত্তর : যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে (একের পর এক) সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে, তাকে লিনিয়ার কাঠামো বলে।
প্রশ্ন-১২। ট্রি কাঠামো কী?
উত্তর : যে ওয়েবসাইটের হোম পেজে সব ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং ওয়েব পেজগুলো শাখা-প্রশাখায় সাজানো থাকে, তাকে ট্রি কাঠামো বলে।
প্রশ্ন-১৩। ট্যাগ কী?
উত্তর : < > ও এবং এর মধ্যে লেখা একটি কীওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। HTML প্রোগ্রাম লেখার জন্য < > ও দুটি চিহ্ন এবং এর মধ্যে কিছু শব্দ যেমন html, head, title, body ইত্যাদি কীওয়ার্ডে ব্যবহার করা হয়।
প্রশ্ন-১৪। কনটেইনার ট্যাগ কী?
উত্তর : যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু ও শেষ ট্যাগ চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কনটেইনার ট্যাগ বলে। এ ধরনের ট্যাগে শুরু ও শেষ ট্যাগ থাকে।
প্রশ্ন-১৫। এম্পটি ট্যাগ কী?
উত্তর : যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুধু একবার ব্যবহার করা হয়, তাকে এম্পটি ট্যাগ বলে। ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ ইত্যাদির শুরু ট্যাগ থাকলেও শেষ ট্যাগ নেই।
প্রশ্ন-১৬। অ্যাট্রিবিউট কী?
উত্তর : HTML-এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে অ্যাট্রিবিউট বলে।
প্রশ্ন-১৭। নেস্টেড এলিমেন্ট কী?
উত্তর : একটি এলিমেন্টের মধ্যে আরেকটি এলিমেন্ট থাকলে তাকে নেস্টেড এলিমেন্ট বলে।
প্রশ্ন-১৮। ডোমেইন কী?
উত্তর : তিন অক্ষরের টপ লেভেল ডোমেইনকে জেনেরিক ডোমেইন বলা হয়। জেনেরিক ডোমেইন দ্বারা ডোমেইনের প্রকৃতি বুঝা যায়।
প্রশ্ন-১৯। আইপি অ্যাড্রেস কী?
উত্তর : নেটওয়ার্কের প্রতিটি কমপিউটারের একটি নির্দিষ্ট আইডেন্টিটি অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেস বলে। একটি অঞ্চলের সব ডোমেইন নেমের দায়দায়িত্ব যে কমপিউটার নেয়, তাকে Domain Name System (DNS) বলা হয়।
প্রশ্ন-২০। হোস্টিং কী?
উত্তর : ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে হোস্টিং বলে। হোস্টিং করা না হলে ওয়েবসাইট পাবলিশ করা যায় না।
০ টি মন্তব্য