https://powerinai.com/

দুর্যোগে নিরবিচ্ছিন্ন টেলি-নেট সেবা সচল রাখতে যৌথ মনিটরিং টিম গঠনের আহ্বান

দুর্যোগে নিরবিচ্ছিন্ন টেলি-নেট সেবা সচল রাখতে যৌথ মনিটরিং টিম গঠনের আহ্বান দুর্যোগে নিরবিচ্ছিন্ন টেলি-নেট সেবা সচল রাখতে যৌথ মনিটরিং টিম গঠনের আহ্বান
 
গত কয়েকদিন ধরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ ও শেরপুর জেলায় বন্যা দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে তা বিপদসীমার কাছাকাছি চলে এসেছে।

মঙ্গলবার একনেক সভায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বন্যা নিয়ে সতর্ক থাকার অনুশাসন দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিগত বছরের অভিজ্ঞতায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ইন্টারনেট (টেলি-নেট) অব্যহাত রাখতে সার্বক্ষণিক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য যৌথ মনিটরিং টিম গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

এই টিমে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসি’র পাশাপাশি অপারেটর, আইএসপি এবং সংশ্লিষ্ট সেবা দানের সাথে যুক্ত প্রতিষ্ঠান বিশেষ করে এনটিটিএন (ফাইবার), আইআইজি ও টাওয়ারকো প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।

এছড়াও দুর্যোগের সময় বিভিন্ন আশ্রায়নকেন্দ্রে মোবাইল চার্জের পর্যাপ্ত ব্যবস্থা জেনারেটরের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিগত দুর্যোগ গুলিতে আমরা লক্ষ্য করেছি বন্যা কবলিত এলাকার গ্রাহকরা আত্মীয়-স্বজন তো দূরে থাক সাহায্য সহযোগিতা এবং পানি থেকে উদ্ধার হওয়ার সাহায্য চাওয়ার জন্য প্রশাসনের সাথে কথা বলতে পারছে না।
একদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অন্যদিকে বিটিএস সমূহে নেটওয়ার্ক না থাকা এবং মোবাইল ফোনের চার্জ না থাকা। দুর্যোগে বেশিরভাগ অঞ্চলে বা উপজেলায় দুই থেকে তিন দিন এমনকি সপ্তাহ ধরে বিদ্যুৎ থাকে না।

এ সময় বিটিএসে পাওয়ার ব্যাকআপের জন্য যে আইপিএস গুলি রয়েছে তার পাওয়ার ক্যাপাসিটি দিন দিন কমে এসেছে।

অন্যদিকে পর্যাপ্ত জেনারেটর না থাকা এবং দুর্যোগের সময় টাওয়ার পর্যন্ত জেনারেটর পৌঁছানো একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আজকের নির্দেশনা দিয়েছেন তাই আজ কালকের মধ্যেই টেলিযোগাযোগ মন্ত্রণালয় অথবা বিটিআরসিতে একটি প্রস্তুতিমূলক এবং মনিটরিং টিম তৈরি করে যথাযথ ব্যবস্থা গ্রহণের। প্রয়োজনে আপৎকালীন সময়ে সামাজিক তহবিলের অর্থ থেকে সহযোগিতা করা যেতে পারে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।