https://gocon.live/

আইটি

যুব প্রতিবন্ধী গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের ৪ পদক

যুব প্রতিবন্ধী গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের ৪ পদক যুব প্রতিবন্ধী গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের ৪ পদক
 
যুব প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা গ্লোবাল আইটি চ্যালেঞ্জ প্রোগ্রাম (জিআইটিসি) ২০২১-এ এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন নির্বাচিত প্রতিযোগী। বাংলদেশের পক্ষে সম্মাননা বয়ে এনেছেন ৪ জন প্রতিযোগী।

এদের মধ্যে বেস্ট এওয়ার্ডে (১ম স্থান) ই-লাইফ ম্যাপ ক্যাটাগরিতে বিজয়ী রইচ উদ্দিন মারুফ (শ্রবণ প্রতিবন্ধী), গুড এওয়ার্ডে (৩য় স্থান) ই-টুল এক্সেল ক্যাটাগরিতে বিজয়ী অমিত সুজাউদ্দিন তুরাগ (এনডিডি), ই-টুল এক্সেল ক্যাটাগরিতে বিজয়ী নিয়ামুর রশিদ শিহাব (শারীরিক প্রতিবন্ধী), ই-লাইফ ম্যাপ ক্যাটাগরিতে বিজয়ী হন মেহেদি হাসান (শারীরিক প্রতিবন্ধী)।

জিআইটিসির মূল আয়োজক প্রতিষ্ঠান Rehabilitation International (RI) Korea| GITC-2021-২০২১-এর আয়োজক দেশ ছিল মিয়ানমার। কিন্তু কোভিড-১৯-এর কারণে তা সরাসরি আয়োজন করা সম্ভব না হওয়ায় কোরিয়া থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতার জন্য ১৭ জুন অনুষ্ঠিত প্রিলিমিনারি রাইন্ডের মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ঢাকার প্রধান কার্যালয়সহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ৭টি আঞ্চলিক কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ প্রতিযোগিতায় মোট ২০ জন অংশগ্রহণ করেন এবং ১৯ জন ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হন। প্রিলিমিনারি রাউন্ডে ১৩টি দেশের ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ফাইনাল রাউন্ডে ১৩টি দেশের ৩৮৫ প্রতিযোগী ৪টি ক্যাটাগরি (শারীরিক, দৃষ্টি, বাক ও শ্রবণ এবং এনডিডি) অনুসারে অংশগ্রহণ করেন।

ফাইনাল রাউন্ডে চার ধরনের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল ই-টুল পিপিটি, ই-লাইফ ম্যাপ চ্যালেঞ্জ, ই-টুল এক্সেল এবং ই-কনটেন্ট ও ই-ক্রিয়েটিভ।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।