https://comcitybd.com/brand/Havit

ট্রিপস এন্ড ট্রিকস

অ্যাডোবির সাহায্যে মানুষকে পাপেট বানানো

অ্যাডোবির সাহায্যে মানুষকে পাপেট বানানো অ্যাডোবির সাহায্যে মানুষকে পাপেট বানানো
 

অ্যাডোবির সাহায্যে মানুষকে পাপেট বানানো


পাপেট শো দেখতে আমরা সবাই ভালোবাসি৷ নানা রঙের পুতুল সুতোর সাহায্যে হাত-পা নাড়িয়ে অভিনয় করানো হয়৷ তারা মানুষের মতোই নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেয়৷ প্রকৃতপক্ষে পুতুলগুলোকে চালনা করে একজন উপর থেকে৷ কথা বা গান ব্যাকগ্রাউন্ডে দিতে থাকে৷ এই খেলাকেই পাপেট শো বলা হয়ে থাকে৷ একবার ভাবুন তো আপনার কোনো পরিচিত মানুষকে যদি পাপেটে রূপান্তর করে দেয়া যায়, তবে কেমন হবে? এই মজার কাজটি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে অনেক সহজে করা সম্ভব৷ এ সংখ্যায় এ কাজটিই করে দেখানো হয়েছে৷


কাজটি শুরু করার আগে একটি বিষয় লক্ষ রাখবেন৷ যে ছবিটিকে পাপেট বানাতে চান, সে ছবিটিতে একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নেবেন৷ ছবির নির্বাচনেও একটু খেয়াল রাখবেন যেনো ছবির মানুষটি বসে থাকে এবং তার হাত-পা দেখা যায়৷ তাহলে কাজটি করতে সুবিধা হবে৷ এখানে কাজটি করার জন্য জনপ্রিয় হলিউড অভিনেত্রী Charlize Theron-এর একটি বসে থাকা ছবি ব্যবহার করা হয়েছে৷ প্রথমে ছবিটি অ্যাডোবি ফটোশপ সিএসথ্রিতে ওপেন করুন৷ ছবিটির ব্রাইটনেস কন্ট্রাস্ট সমন্বয় করে নিন৷ ছবির কন্ট্রাস্ট বাড়িয়ে নিলে কাজটি সুন্দরভাবে ফুটে উঠবে৷ প্রথম যে কাজটি করতে হবে তা হলো, মানুষটির চেহারা ও শরীরে প্লাস্টিক ভাব নিয়ে আসা৷ পাপেটের শরীর হয় কাঠের, না হয় প্লাস্টিকের৷ তাই পোশাকের অংশ বাদ রেখে যেটুকু ত্বক দেখা যাচ্ছে সেখানে একটু গ্লসি ভাব এনে দিতে হবে৷ এটি করতে টুলবক্স থেকে Smudge টুলটি ব্যবহার করতে হবে৷


ব্রাশের Opacity ৫০ শতাংশের নিচে রাখলে সুবিধা হবে৷ এটি দিয়ে ত্বকের অংশগুলো মসৃণ করতে থাকুন৷ মানুষটির চুলগুলোতেও মসৃণ ভাব নিয়ে আসুন একইভাবে৷ যতক্ষণ না পর্যন্ত ত্বক, চুল এবং দাঁত প্লাস্টিকের তৈরি মনে হচ্ছে ততক্ষণ Smudge করতে থাকুন৷


এবার Charlize-কে পাপেট বানাতে হবে৷ লক্ষ করে থাকবেন, পাপেট পুতুলদের হাত-পায়ের প্রতিটি সংযোগস্থলে দড়ির সাহায্যে সংযোগ করা থাকে৷ তাই প্রতিটি অঙ্গের জোড়াগুলোতে আলাদা আলাদা বুঝানোর জন্য সুতো স্থাপন করতে হবে৷ এটি করার আগে প্রতিটি সংযোগস্থলে কিছু ডিমের আকারের গাঢ় রঙের বল তৈরি করতে হবে৷ এটি করতে Drawing tool থেকে Ellipse tool ব্যবহার করুন৷ গাঢ় রঙের জন্য Color picker টুলের সাহায্যে স্কিনের রঙ পিক করুন৷ এরপর এটিকে হালকা গাঢ় টোন করে দিন৷ প্রতিটি সংযোগস্থল অর্থাৎ কাঁধের সাথে বাহুর সংযোগস্থলে, কনুইতে, কব্জিতে, গলায় এবং হাঁটুতে এই ডিম্বাকৃতির বলগুলো চিত্র-২-এর মতো করে স্থাপন করুন৷ আপনি ইচ্ছে করলে এ বলগুলো কপি করে কাজ চলাতে পারেন৷ প্রতিবার নতুন করে Ellipse তৈরি করার প্রয়োজন নেই৷ তবে লক্ষ রাখবেন মানুষটির অবস্থান অনুযায়ী বলগুলো স্থাপন করতে হবে৷ তার কনুই, মাথা বা বাহুর অবস্থান অনুযায়ী সেই শেপের বলসমূহ স্থাপন করুন৷ এখানে লক্ষ করে থাকবেন দুই রঙের বল স্থাপন করা হয়েছে৷ এর কারণ হিসেবে বলা যেতে পারে আলোর প্রতিফলন৷ লাইটিংয়ে কোনো কোনো অবস্থানগুলো উজ্জ্বল দেখাবে, আর কোনো কোনো অবস্থানের বলগুলো একটু অন্ধকার দেখাবে৷ সে অনুযায়ী বলগুলোর রঙ গাঢ় এবং হালকা করা হয়েছে৷ যেসব জায়গায় আলো পড়বে সে অবস্থানে হালকা রঙ স্থাপন করুন৷ যেখানে মাত্র একটি জয়েন্ট আছে সে জায়গাগুলোতে ব্যাকগ্রাউন্ডের স্কিন কপি পেস্ট করে কাজ করতে হবে৷ অর্থাৎ ঘাড়, কাঁধ, কনুই এবং কব্জির অংশগুলোতে এমন ভাব আনতে হবে, যেনো জয়েন্টগুলোতে ফাঁকা মনে হয়৷ এর জন্য সংযোগস্থলগুলোতে যে বলগুলো স্থাপন করা হয়েছে তার নিচের চামড়াটুকু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিন৷ এবার সেই জায়গায় বলটি স্থাপন করে বলের ওপর সিলেকশনটি পেস্ট করুন৷ এবার স্কিনটুকু ইরেজার টুল দিয়ে মুছতে শুরু করুন, যতক্ষণ না পর্যন্ত জয়েন্ট এবং বলের মাঝখানে একটা গ্যাপের মতো দেখা যাবে৷ এখন ক্লোনটুলের সাহায্যে জয়েন্টের বাইরের অংশগুলোকে মুছে দিতে হবে৷ হাঁটুতে দুটি বল স্থাপন করা হলেও এর মাঝখানের অংশ ক্লোনটুলের সাহায্যে মুছে নিতে হবে৷ আরেকবার বলগুলো হাঁটুর ডিরেকশন অনুযায়ী ঠিক আছে কিনা দেখে নিন৷ কোনো কোনো ক্ষেত্রে একটি বলের ওপর আরেকটি ওভারলেপ হবে৷


এবার প্রতিটা জয়েন্ট জোড়া দেবার পালা৷ পাপেটের প্রতিটি অঙ্গ সুতোর সাহায্যে সংযোগ করা থাকে৷ প্রতিটি সংযোগস্থলে সুতো স্থাপন করতে হবে৷ প্রথমে হাঁটু দিয়ে শুরু করা যাক৷ পেন টুলের সাহায্যে বলগুলোর মাঝখান থেকে কালো রংঙের দুটো লাইন লম্বাল িম্ব আঁকুন, যা দেখতে যেন চিত্র-৩-এর মতো হয়৷ এই ব্যাপারটি করতে একটু সাবধান হয়ে৷ না হলে জয়েন্টগুলো স্বাভাবিক দেখা যাবে না৷ এর সাথে সুতোর একটু ছায়া বৃত্তগুলোর মাঝে নিয়ে আসতে পারলে ব্যাপারটা অনেকটা ত্রিমাত্রিক দেখাবে৷ ছায়া অাঁকতে সফট ব্রাশ দিয়ে Opacity কমিয়ে সুতোর কাল্পনিক ছায়া আঁকুন৷ এটি ছবিটির একটি আলাদা মাত্রা যোগ করে দেবে৷ এভাবে গলায়, কাঁ ধে, কনুই বা কব্জিতে সুতো এঁকে নিন, যাতে মনে হয় প্রতিটি অঙ্গ সুতো দিয়ে একে অপরের সাথে জুড়ে রয়েছে৷


একটি পাপেট পুতুলে লক্ষ করলে দেখতে পাবেন এর প্রতিটি অংশ কাঠের হয়ে থাকে৷ ওপরে প্লাস্টিক বার্নিশের কারণে পুতুলটির গা একটু গ্লসি ভাব থাকে৷ এই ছবিতে তা যোগ করার জন্য ছবির মানুষটির ত্বকে Gaussian Blur ব্যবহার করতে পারেন৷ গ্রাফিক্সের কাজ মানেই মনের তৃপ্তিমতো কাজ৷ আর তাই যতক্ষণ পর্যন্ত আপনি ছবিটি নিয়ে সন্তুষ্ট হচ্ছেন না, ততক্ষণ এই Gaussian Blur চালিয়ে যাবেন যেনো ছবিটির মানুষের শরীরটাকে প্লাস্টিকের বলে বুঝা যায়৷ মানুষটিকে কাঠপুতুলের রূপ দেয়ার জন্য একটু বেশি সময় দিন৷ Gaussian Blur ছাড়াও Smudge tool এ পর্যায়ে ব্যবহার করে দেখতে পারেন৷


এবার মুখমণ্ডলের কিছু রিটাচ দরকার৷ কাঠপুতুলে কখনো জিভ দেখা যাবে না৷ তাই মুখের ভেতরটা কালো করে দিতে হবে৷ তবে লক্ষ রাখবেন দাঁতগুলো যেন দেখা যায় ঠিকমতো৷ দাঁ তের রঙ একটু ঘিয়া রঙ করে দিলে দাঁতগুলো প্লাস্টিকের তৈরি বলে মনে হবে৷ এবার মানুষটির চোয়াল ঝুলিয়ে দিতে হবে৷ পাপেট শো-তে দেখে থাকবেন পুতুলটি যখন কথা বলে তখন তার নিচের ঠোঁট এবং থুঁতনি নড়াচড়া করানো হয়৷ তাই এটি করতে ছবিটিতে Liquify mode ব্যবহার করে চোয়াল এবং নিচের ঠোঁট ঝুলিয়ে দিতে পারেন৷ এটি করতে Filter galery থেকে Liquify সিলেক্ট করবেন৷ অথবা Ctrl+Shift+x চাপুন৷ চোয়ালের অংশটি মুখের অন্য অংশ থেকে একটু নিচের দিকে পুশ করুন৷ এটি বেশি করতে যাবেন না৷ বেশি করে ফেললে সুন্দর দেখাবে না৷ এবার চোয়ালের দুই পাশে খয়েরি রঙের দুটো রেখা টেনে নিন৷ তাতে চোয়ালের জোড়া বুঝা যাবে৷ যেটুকু চোয়াল বা নিচের ঠোঁট নামিয়েছেন সেটুকু পর্যন্ত রেখা দুটো এঁকে নেবেন যা Charlize-কে সত্যিকারের পাপেটের রূপ দেবে৷


এবার Soft air brush দিয়ে পুরো স্কিনের ওপর হালকা রঙ স্প্রে করে নিন এবং Finishing হিসেবে Gaussian Blur ব্যবহার করুন৷ পাপেটের চুলগুলোকে প্লাস্টিক রূপ দিতে চুলগুলোতেও হালকা রঙ প্রয়োগ করা হয়েছে৷ এরপর একইভাবে Gaussian Blur ব্যবহার করা হয়েছে, যা Charlize-কে অনেকটা প্লাস্টিকের পুতুলের মতো দেখা যাবে, যা এই কাজের জন্য জরুরি৷ এবার যে স্থানে সংযোগকারী সুতোগুলোর গর্ত রাখতে চান সে জায়গাতে কালো রঙের ডট তৈরি করুন৷ ধরে নেয়া হয় এগুলোর ভেতর দিয়ে সুতোগুলো ওপরে ক্রিনকের হাতে থাকবে৷ তাই ডটগুলো বসানোর আগে সংযোগকারী সুতোগুলো কোন দিক থেকে কোন দিকে গেল সে অনুযায়ী বসাতে হবে, যা চিত্র-৪-এর মতো দেখতে হবে৷ এবার টানা সুতো যোগ করার পালা, যা একেবারে ওপর পর্যন্ত টেনে দেয়া হবে৷ এই সুতোগুলোর সাহায্যেই পাপেটকে নড়ানো হয়৷ একটু আগে তৈরি করা কালো ডটগুলো থেকে একেবারে ওপর পর্যন্ত পেন টুলের সাহায্যে টেনে দিন৷ ছবিতে যদি সাদা রঙের আধিক্য থাকে তাহলে কালো রঙের সুতো আঁকুন৷ এই ছবিতে ব্যাকগ্রাউন্ড ডার্ক থাকার কারণে সাদা রঙের সুতো দেয়া হলো৷


আশা করছি আপনার কাজটিও সম্পূর্ণ হয়েছে৷ ছবিতে ব্যাকগ্রাউন্ড যদি বেশি উজ্জ্বল থাকে, তাহলে লাইট ব্যালেন্সের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের লাইট কমিয়ে দেবেন৷ তাহলে মানুষটিকে যে পাপেট করা হয়েছে তা স্পষ্ট বুঝা যাবে৷ আগামী সংখ্যায় একটি মানুষের পোর্ট্রেট ছবিকে কি করে আবক্ষ মূর্তিতে রূপান্তর করা যায় তা নিয়ে আলোচনা করা হবে৷ আমরা সবাই নিজেদের বিখ্যাত ভাবতে পছন্দ করি৷ খুব কম মানুষই আছে যে খ্যাতি চায় না৷ নিজের একটি আবক্ষ মূর্তি দেখতে অনেক ভালো লাগবে সবারই৷ ব্রোঞ্জের মূর্তি বানাতে যে কী পরিমাণ খরচ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ কিন্তু গ্রাফিক্সের বদৌলতে নিজের সেই অপ্রকাশিত শখ কমপিউটারের মনিটরে বাস্তবায়ন করতে পারেন৷ অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটি মানুষের পোর্ট্রেট ছবিকে ইচ্ছে করলে একটি ব্রোঞ্জের তৈরি মূর্তির মতো বানিয়ে দেয়া সম্ভব৷ গ্রাফিক্সের এরকম আরো চমত্কার কাজ দেখতে চাইলে চোখ রাখুন কমপিউটার জগ-এর গ্রাফিক্সের পাতায়৷


অ্যাডোবি ফটোশপে জেন্ডার ব্লেন্ডিংয়ের মাধ্যমে পুরুষের ছবিকে নারীতে রূপান্তরকরণ


ছবি নির্বাচন করা এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার৷ আপনি যার ছবি রূপান্তর করার জন্য ভাবছেন, তার এমন একটি ছবি নির্বাচন করুন যার ধরন কোনো একজন নারীর ছবির সাথে মিলে যায়৷ অর্থাৎ একই পজিশনে থাকা কোনো নারীর ছবি আপনাকে সংগ্রহ করতে হবে৷ কাজের সুবিধার জন্য এখানে Cary Grant-কে নারীতে রূপান্তর করার জন্য চিরসুন্দরী Marilin Monroe-র ছবি নির্বাচন করা হয়েছে৷ লক্ষ করে থাকবেন, Cary Grant-এর ছবিতে তিনি যেই স্টাইলে বসেছেন, যেই Angle-এ তাকিয়েছেন, ম্যারিলিনের ছবিটাতেও প্রায় একইভাবে তাকিয়ে আছেন৷


এবার আসল কাজ, একটি ছবির ওপর অন্যটির ক্লোন করে আনলে কাজটি সহজ হবে৷ কিন্তু তার আগে লক্ষ করতে হবে, দুটো ছবি একই আকারে আছে কি না৷ অর্থাৎ দুটো ছবির মানুষ একই সাইজে আছে কি না৷ কারণ, যখন একটি ছবির ওপর আরেকটি ছবি ক্লোন করবেন, তখন মূল ছবিটির তুলনায় অন্য ছবিটি বড় বা ছোট হলে চোখ-কান-নাক ক্লোন করলে ভালো হবে না৷ ছবি দুটি একই আকৃতিতে নিয়ে আসতে প্রথমে মূল ছবিটির ওপর ডান ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে ইমেজটি কত পিক্সেলে আছে এবং কত ডিপিআইয়ে করা আছে তা টুকে নিন৷ এবার অন্য ছবিটির ইমেজ সাইজে চলে যান৷ এবার ওই ছবির ডিপিআইয়ের সামনে রেখে উইডথ এবং হাইট ওই ছবির কাছাকাছি মানে নিয়ে আসুন৷ এবার দেখুন ছবিটি মূল ছবির কাছাকাছি সাইজে চলে এসেছে৷ নারী ছবিটির চোখের ওপর ক্লোন পিকার নিয়ে ক্লোন সোর্স হিসেবে সিলেক্ট করুন৷ পুরুষ ছবিটির চোখের ওপর ক্লোন স্ট্যাম্পের সাহায্যে ক্লোন পেস্ট করুন৷ চোখের ক্লোন করার সময় লক্ষ রাখবেন, স্কিনের প্রভাব যেন না পড়ে৷ তার জন্য ছবিটিকে যথেষ্ট জুম করে নিয়ে সফট ব্রাশ দিয়ে ক্লোন করলে ভালো ফল পাবেন৷ এ ক্ষেত্রে ক্লোনের অপাসিটি ৫০ শতাংশে নামিয়ে নিয়ে আসুন৷ তাতে হঠাৎ করে মূল ছবি থেকে ক্লোন করা অংশ আলাদা করা যাবে না৷ এভাবে ধীরে ধীরে এক একটি অংশ ক্লোন করুন৷ যতটা সম্ভব ক্লোন করে নিন৷ তবে একটি চেহারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চোখ এবং ঠোঁট৷ চুল ক্লোন করার পরে চিত্র-১-এর মতো দেখাবে৷ এই দুটি অংশ সূক্ষ্মভাবে ক্লোন করে নিতে হবে৷ বিশেষ করে চোখের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে৷ তাই কাজটি ধৈর্য ধরে সূক্ষ্ম ব্রাশ দিয়ে ক্লোন করতে থাকুন৷ ঠোঁট ক্লোন করার পর ফাইনালি চিত্র-২-এর মতো দেখা যাবে৷ এখানে Grant-এর ছবিটিতে লক্ষ করবেন Monroe-র কানের দুলও ক্লোন করা হয়েছে৷ ছবিটিতে পূর্ণতা দেয়ার জন্য আপনি কিছু সাজসজ্জাও যোগ করতে পারেন, যা আপনার মনকে পূর্ণতা দেবে৷ আরো এমন কিছু ছবি নিয়ে কারসাজি করে আপনজনদের আনন্দ দিতে পারেন৷








১ টি মন্তব্য

  • Shamim Miah

    Shamim Miah

    ২০২২-১০-১৯ ২১:২০:৩৬

    Excellent



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।