https://gocon.live/

ট্রিপস এন্ড ট্রিকস

কমপিউটার বলা শব্দ লিখবে ও পড়ে শোনাবে

কমপিউটার বলা শব্দ লিখবে ও পড়ে শোনাবে কমপিউটার বলা শব্দ লিখবে ও পড়ে শোনাবে
 

কমপিউটার বলা শব্দ লিখবে ও পড়ে শোনাবে


আমাদের কথার প্রতিধ্বনী করবে কমপিউটার৷ মাইক্রোসফটের একটি এজেন্ট জেনি আপনার সাথে কথা বলবে৷ আপনি যা বলবেন, জেনি তা লিখবে এবং পড়ে শুনাবে৷ নিচের চিত্র-১-এ জেনিকে লিখতে ও পড়তে দেখা যাচ্ছে৷ মাইক্রোসফটের এরকম অনেক ভয়েজ এজেন্ট আছে যারা লিখতে ও পড়তে পারে৷ নিচের প্রোগ্রামটি ভিজুয়্যাল বেসিকে ডেভেলপ করে চালালে জেনি চলে আসবে৷ তবে আপনার কমপিউটারে অবশ্যই SAPI 5.1 ও জেনি (Genie.exe) ইনস্টল করা থাকতে হবে৷ মাইক্রোসফটের ওয়েব পেজ হতে SAPI 5.1 ও Genie.exe ফাইলগুলো ডাউনলোড করা যেতে পারে৷ এরপর যখন SAPI 5.1 ইনস্টল করা শেষ, তখন আপনার মাইক্রোফোনকে লাগিয়ে ট্রেনিং করতে হবে৷ এই ভয়েস ট্রেনিং করার জন্য আপনাকে কন্ট্রোল প্যানেলের Speech -এ ক্লিক করে SAPI 5.1-এ গিয়ে ট্রেনিং করে নিতে হবে৷


ট্রেনিং শেষ করার পর প্রোগ্রামটি চালিয়ে স্টার্ট বলতে হবে৷ স্টার্ট বলার সাথে সাথে আপনার ভয়েস রিকগনিশনের জন্য প্রোগ্রামটি প্রস্তুত হবে৷ এবার যা বলবেন, জেনি তা পড়তে থাকবে এবং তা সাথে সাথে লিখতে থাকবে৷ সাহায্যের জন্য Help বাটনে ক্লিক করতে পারেন৷ আপনি এ প্রোগ্রামের সাহায্যে নোট প্যাডও খুলতে পারেন৷ নোটপ্যাড খোলার জন্য আপনাকে নোট বলতে হবে এবং সেই সাথে নোটপ্যাডে আপনি যা বলতে থাকবেন, তা লিখতে থাকবে এই প্রোগ্রামটি৷ এ প্রোগ্রামটি ভয়েস রিকগনিশন করতে পারে, ফলে রোবটেও এটি ব্যবহার করা সম্ভব৷ জেনি কিছু রঙও চিনতে পারে৷ একটি রঙের নাম বলুন যেমন Yellow, এই Yellow বলার সাথে সাথে জেনির পেছনে হলুদ রং দেখা যাবে৷ প্রোগ্রামটিতে AI (Artificial Intelligent) ব্যবহার করা যেতে পারে৷ সে ক্ষেত্রে আপনাকে Fuzzy logic ব্যবহার করতে হবে৷


এখানে প্রোগ্রামটি সহজ করে উপস্থাপন করা হয়েছে, যাতে সবাই বুঝতে পারে৷ যারা ভিজুয়্যাল বেসিকে মোটামুটি দক্ষ তারা সহজেই এই প্রোগ্রাম ডেভেলপ করতে পারবেন৷ তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, যেনো SAPI 5.1 ও Genie.exe ইনস্টল করা থাকে৷


প্রোগ্রামে চারটি বাটন Start, Stop, End ও Help ব্যবহার করা হয়েছে৷ প্রোগ্রামে Start বাটনটি চাপার সাথে সাথেই প্রোগ্রামটি ভয়েস রিকগনিশন করার জন্য প্রস্তুত হয়৷ প্রোগ্রামে Private Sub RecoContext_Recognition() ফাংশনটি SAPI 5.1 হতে সাহায্য নিয়ে ভয়েস সনাক্ত করতে পারে৷ জেনি ছাড়াও আরো অনেক ভয়েস এজেন্ট আছে যেগুলো Merlin, Paddy, Robby নামে পরিচিত৷ প্রতিটি ভয়েস এজেন্টের কথা বলার মধ্যে ভিন্নতা আছে এবং সেই সাথে এদের আচরনেও পার্থক্য আছে৷ এই ভয়েজ এজেন্টকে পরিবর্তন করার জন্য Private Sub Form_Load() ফাংশানের anim = `genie-এর জায়গায় যাকে ব্যবহার করতে চান, তার নাম ব্যবহার করতে পারেন৷ যেমন কেউ যদি Marlin কে ব্যবহার করেন, তবে anim = Merlin লিখতে হবে। এই ভয়েস এজেন্টগুলোকে মাইক্রোসফটের ওয়েব পেজ হতে ডাউনলোড করে নিতে পারেন অথবা www.geocities.com/ redu0007 থেকে ডাউনলোড করে নিতে পারেন৷








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।