https://powerinai.com/

ট্রিপস এন্ড ট্রিকস

চলমান গাড়ির এনিমেশন তৈরির কৌশল

চলমান গাড়ির এনিমেশন তৈরির কৌশল চলমান গাড়ির এনিমেশন তৈরির কৌশল
 

চলমান গাড়ির এনিমেশন তৈরির কৌশল


থ্রিডি স্টুডিও ম্যাক্সে দক্ষতা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে কমপিউটার জগৎ ধারাবাহিকভাবে প্রজেক্টভিত্তিক টিউটোরিয়াল প্রকাশনা শুরু করেছে৷ তারই ধারাবাহিকতায় গত সংখ্যায় আমরা রিয়েক্টরের রিজিড বডি, মোটর, পয়েন্ট টু পয়েন্ট, কনস্ট্রেইন্ট সলভার ইত্যাদি প্রয়োগ করে কিভাবে একটি বৈদ্যুতিক পাখা ঘুরানো যায় সেটা দেখানো হয়েছে৷ চলতি সংখ্যায় রিয়েক্টর রিজিড বডি, কার-হুইল, কন্‌স্ট্রেইন্ট সলভার প্রয়োগ করে একটি স্থির গাড়িকে চালানোর কৌশল দেখানো হয়েছে৷


প্রজেক্ট : রিয়েক্টর কার-হুইল প্রয়োগে চলমান গাড়ির এনিমেশন তৈরি


ম্যাক্স সফটওয়ার ওপেন করে মেইন মেনু বার > কাস্টোমাইজ ইউনিট সেটআপে ক্লিক করে ওপেন হওয়া ডায়ালগ বক্স হতে ইউএস স্ট্যান্ডার্ড অপশনকে চেক করে ওকে করুন৷ আপনার তৈরি করা কোনো গাড়ি না থাকলে একটি গাড়ি তৈরি করে নিন৷ অথবা চিত্র-০১-এর মতো একটি ডামি গাড়ি তৈরি করে নিতে পারেন; চিত্র-০১৷ ডামি গাড়ি তৈরির জন্য এখানে একটি বক্স ও চারটি টোরাস ব্যবহার করা হয়েছে৷ এ প্রজেক্টে একটি ইয়োলো-ক্যাব কারের মডেল ব্যবহার ব্যবহার করা হয়েছে; চিত্র-০২৷ কারটির বিভিন্ন অংশের নাম যথাক্রমে Car body, Wheel_front01, Wheel_front02, Wheel_back01, Wheel_back02 এবং রাস্তা হিসেবে একটি বক্স ব্যবহার করা হয়েছে৷ এবার কয়েকটি ধাপে রিয়েক্টর রিজিড বডি, কার-হুইল, কন্‌স্ট্রেইন্ট সলভার ও অন্যান্য অবজেক্ট ব্যবহার করে ইয়োলো-ক্যাবটিকে সিম্যুলেট করা হয়েছে৷


১ম ধাপ


টপ ভিউ সিলেক্ট অবস্থায় মেইন টুলবারের সিলেক্ট বাইনেম টুলে ক্লিক করে অথবা কী বোর্ডের ঐ চেপে সিলেক্ট অবজেক্টস ডায়ালগবক্স হবে কার-বডি এবং চারটি চাকা সিলেক্ট করুন; চিত্র-০৩৷ অটো-কী অন করে টাইম পাইডারকে ১০ নং ফ্রেমে নিয়ে রাখুন৷ মেইন টুলবারের সিলেক্ট অ্যান্ড মুভ বাটনে রাইট ক্লিক করে গড়াব Move Transform Type-In ডায়ালগবক্স ওপেন করুন৷ এখানকার Offset Screen-Gi X -এর ঘরে ২০ ফুট টাইপ করে এন্টার দিন; চিত্র-০৪৷ এবার রিজিড বডি কালেকশন ক্রিয়েট করে অবজেক্টগুলোকে এর আওতায় আনতে হবে৷ রিজিড বডি ক্রিয়েটের জন্য মেইন মেনু > রিয়েক্টর > ক্রিয়েট অবক্টে > রিজিড বডি কালেকশন অথবা কমান্ড প্যানেলের হেলপারস্‌ > রিয়েক্ট > আরবি কালেকশন অথবা ম্যাক্স ইন্টারফেসের বাম দিকে অবস্থিত রিয়েক্টর প্যানেলের সবার উপরের আইকন ক্রিয়েটরিজিড বডি কালেকশনকে সিলেক্ট করে যেকোনো ভিউতে ক্লিক করুন৷ রিজিড বডি কালেকশন তৈরি হয়ে যাবে; চিত্র-০৫৷ রিজিড বডি সিলেক্ট অবস্থায় কমান্ড প্যানেলের মডিফাই ট্যাবে ক্লিক করে আরবি কালেকশনের প্রোপার্টিজ রোল-আউটটি ওপেন করুন৷ এর অ্যাড বাটনে ক্লিক করলে Sclect rigid bodies ডায়ালগবক্সটি আসবে৷ এখন এখানকার প্রথমে All এবং পরে Select বাটনে ক্লিক করুন৷ লক্ষ করুন আরবি কালেকশন প্রোপার্টিজের সাদা ঘরে অবজেক্টগুলোর নাম দেখা যাচ্ছে, যা আগে ফাঁকা ছিল; 


২য় ধাপ


রিয়েক্টর প্যানেলের নিচের দিকে চাকার মতো দেখতে Create Car_Wheel Constraint বাটন সিলেক্ট করে যেকোনো ভিউতে ক্লিক করুন৷ কার-হুইল রিয়েক্টর হেলপারটি তৈরি হবেএবং একই সাথে কমান্ড প্যানেলে কার-হুইল-এর প্রোপার্টিজ রোল-আউট দেখা যাবে। এছাড়া মডিফাই ট্যাবে ক্লিক করে এর প্রোপার্টিজ পেতে পারেন৷ প্রোপার্টিজের প্যারেন্ট লেখার বাম পারে বক্সটি চেক করুন, এরপর ডানের নান বাটনে ক্লিক করুন এবং যেকোনো সিন হতে অথবা সিলেক্ট বাই নেম-এর সহায্যে Car body -কে সিলেক্ট করুন৷ চাইল্ড-এর ডারে নান বাটবেক্লিক করুন এবং চাইল্ড হিসেবে Wheel_Front01-কে সিলেক্ট করুন৷ প্যারেন্ট বাটনে Car body, চাইল্ড বাটনে Wheel_Front01 নাম দুটি দেখা যাবে এবং কার-হুইল আইকনটি চাকাটির সাবেএলাইন হয়ে সেট হবে; চিত্র-০৭৷ বাকি তিনটি চাকার জন্য একই পদ্ধতি অবলম্বন করুন৷ মনে রাখবেন সব ক্ষেত্রে প্যারেন্ট হিসেবে কার-বডি এবং চাইল্ড হিসেবে নির্দিষ্ট চাকার নাম থাকবেহবে৷


৩য় ধাপ


রিয়েক্টর প্যানেল হতে Create Constraint Solver বাটন সিলেক্ট করে ভিউপোর্টের যেকোনো স্থানে ক্লিক করে একটি CSoylver তৈরি করুন এবং লক্ষ করুন মডিফাই প্যানেলে এর প্রোপার্টিজ দেখা যাচ্ছে৷ এখানে RB Collection লেখার নিচে একটি নান এবং Ges Constraints এর খালি ঘরে নিচে পিক, অ্যাড ও ডিলিট নামে তিনটি বাটন আছে৷ প্রথমে আরবি কালেকশন লেখার নিচের নান বাটবেক্লিক করে সিন হতে আরবি কালেকশন০১ আইকন সিলেক্ট করুন৷ নান লেখাটির স্থাবেজই ঈড়ষষবপঃরড়হ০১ লেখা আসবে৷ কন্‌স্ট্রেইন্ট-এর নিচের অ্যাড বাটনে ক্লিক করুন সিলেক্টনিউ কন্‌স্ট্রেইন্টস টু অ্যাড নারে একটি ডায়ালগ বক্স আসবে সেখানে কার-হুইল ০১, ০২, ০৩ ও ০৪-এর নাম দেখা যাবে৷ অল বাটবেক্লিক করে সব নাম সিলেক্ট করে সিলেক্ট বাটবেক্লিক করুন; চিত্র-০৮৷ কন্‌স্ট্রেইন্টের খালি ঘরে নাম চারটি চলে আসবে; চিত্র-০৯৷ চাকাগুলোতে কন্‌স্ট্রেইন্ট সলভার এসাইন হবে গেল, যা সিম্যুলেশনের ক্ষেত্রে রিজিড বডির সহায়ক হিসেবে কাজ করবে৷


৪র্থ ধাপ


এই ধাপে অবজেক্টসমহের ফিজিক্যাল প্রোপার্টিজ সেট করা দেখানো হয়েছে৷ এর জন্য রিয়েক্টর প্যানেল হতে ওপেনপ্রোপার্টিএডিটর বাটবেক্লিক করে রিজিড বডি প্রোপার্টিজ এডিটর উইন্ডোতে ওপেন করুন৷ এর ফিজিক্যালপ্রোপার্টিজ-এর মাস-এর ঘবে২৫০ টাইপ করুন এবং সিম্যুলেশনজিয়োমেট্রি রোল-আউরে মেস কনভেক্স হাল লেখাটি চেক কবে দিন; চিত্র-১০৷ এবার সিন হতে অথবা সিলেক্ট বাই নেম-এর সাহা্যে হুইল-ফ্রন্ট ০১ সিলেক্ট কবেফিজিক্যাল প্রোপার্টিজ-এর মাস-এর মান ৪০ এবং সিম্যুশেন জিয়োমেট্রি-এর মেস কনভেক্স হালকে চেক করুন; চিত্র-১১৷ একে একে অন্য তিনটি চাকা সিলেক্ট করে একই মান দিন৷ সবশেষে রোড সিলেক্ট কবেমাস-এর মান ০ রাখুন এবং সিম্যুশেন জিয়োমেট্রি-এর কনকেভমেসকে চেক করুন; চিত্র-১২৷ রোড-এর মাস শূন্য থাকায় এটা স্থির থাকবি।


শেষ ধাপ


কমান্ড প্যানেলের ইউটিলিটি ট্যাবে ক্লিক করে রোল-আউটগুলো হতে রিয়েক্টর সিলেক্ট করুন৷ রিয়েক্টর প্যারামিটারে বিভিন্ন রোল-আউট দেখা যাবে৷ এখান থেকে প্রথম রোল-আউট প্রিভিউ অ্যান্ড এনিমেশনকে এক্সপান করুন এবং স্টার্ট ফ্রেম = ৫ এবং ইন্ড ফ্রেম = ৩০০ টাইপ করুন৷ এবার ওয়ার্ল্ডবেরাল-আউট এক্সপান Col. Tolerance = 1.0" (ইঞ্চি) টাইপ করুন; চিত্র-১৩, ১৪৷ আমরা প্রজেক্টের শেষ পর্যায়ে চলে এসেছি৷ এনিমেশনটি একবার প্রিভিউ করে দেখুন৷ এর জন্য প্রিভিউ অ্যান্ড এনিমেশন রোল-আউরে প্রিভিউ ইন উইন্ডো অথবা বামদিরে রিয়েক্টর প্যানেলের প্রিভিউ এনিমেশন বাটবেক্লিক করুন৷ ওয়ার্ল্ডএনালাইসিস মেসেজ উইন্ডোতে আসতে পারে৷ যদি আসে তবে এর কন্টিনিউ বাটবেক্লিক করুন৷ রিয়েল-টাইমপ্রিভিউ উইন্ডোতে গাড়ি, চাকা ও রাস্তা দেখা যাবে৷ কী বোর্ডের চ প্রেস করলে গাড়িটির এনিমেশন দেখা যাবে৷ টাইম কনফিগারেশন হবেইন্ড টাইম ৩০০ করে দিন৷ সবশেষে রিয়েক্টর প্যানেলের ক্রিয়েট এনিমেশন বাটবেক্লিক করে এনিমেশনটি ক্রিয়েট করে নিন৷ এখন লাইট-ক্যামেরা সেট করে মুভি (AVI) ফাইল হিসাবে এনিমেশনটি রেন্ডার করে নিন; চিত্র-১৫৷


পরবর্তী সংখ্যায় রিয়েক্টর টয়-কার-এর সাহায্যেচলন্ত গাড়ি-এর এনিমেশন তৈরির কৌশল দেখানো হবে৷








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।