ফেসবুক প্রোফাইলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা ছবি থাকে। অনেকেই ফেসবুকে নিয়মিত ছবি বা মেসেজ পোস্ট করেন। অপরিচিত ব্যক্তিরা ফেসবুকে ছবি বা তথ্য সংগ্রহ করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, ফেসবুক পোস্টে অবাঞ্ছিত মন্তব্যও করে। তবে, আপনি চাইলে অপরিচিতদের থেকে আপনার ফেসবুক পোস্ট বা প্রোফাইল লুকিয়ে রাখতে পারেন।
অপরিচিতদের কাছ থেকে আপনার ফেসবুক পোস্ট এবং প্রোফাইল তথ্য লুকানোর জন্য, আপনার ফেসবুক ফিডের উপরের ডানদিকে তিন-লাইন মেনুতে ট্যাপ করতে হবে। তারপরে নিচে স্ক্রোল করে প্রাইভেসি’ অপশনে ট্যাপ এবং সেটিংস নির্বাচন করুন। এবার পরের পেজে ‘প্রাইভেসি চেকআপ’ অপশনে ক্লিক করে ‘হু ক্যান সিন হোয়াট ইউ শেয়ার’ নির্বাচনের পর কন্টিনিউ ট্যাপ করতে হবে।
পরের পেজ থেকে, ফোন নম্বর, ইমেল ঠিকানা, জন্ম তারিখ এবং বছর, ঠিকানা, কর্মস্থল, শিক্ষা ইত্যাদির মতো বিভিন্ন বিবরণ কে দেখতে পাবে তা নির্ধারণের জন্য ‘পাবলিক’, ‘ফ্রেন্ডস’ ও ‘অনলি মি’ নির্ধারণ করতে হবে। নেক্সট বাটনে ট্যাপ করে পোস্ট, স্টোরিজ, রিলস কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা একইভাবে নির্ধারণ করা যাবে।
ফেসবুকে কারা বন্ধুর অনুরোধ পাঠাতে পারে তা নির্ধারণ করতে, একইভাবে, ফেসবুক অ্যাপের সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি চেকআপ অপশনে ক্লিক করে ‘হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক’ নির্বাচন করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপরে, কারা বন্ধুর অনুরোধ পাঠাতে পারে তা নির্ধারণ করতে, ‘হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট’ অপশন থেকে ‘পাবলিক’, ‘ফ্রেন্ডস’ ও ‘অনলি মি’ নির্ধারণ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
কিভাবে অপরিচিতদের কাছ থেকে ফেসবুক পোস্ট বা প্রোফাইল লুকিয়ে রাখবেন
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য