https://powerinai.com/

এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা

এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ অনলাইন কুইজের নিয়মাবলী

এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ অনলাইন কুইজের নিয়ম-কানুন এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ অনলাইন কুইজের নিয়ম-কানুন
 

কমপিউটার জগৎ এর উদ্যোগে এবং ডেল (Dell) এর সৌজন্যে এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ উপলক্ষ্যে একটি আকর্ষণীয় অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এশিয়ার সেরা ৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই ক্রিকেট উৎসব ৩০শে আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট চলাকালীন পুরোটা সময় জুড়েই চলবে উক্ত কুইজ প্রতিযোগিতাটি এবং নিম্নে উল্লেখিত ৩টি রাউন্ডে মোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার (নগদ অর্থ) বিজয়ীদের প্রদান করা হবেঃ 


টুর্নামেন্টের পর্ব

কুইজ প্রতিযোগিতার পর্ব

পুরস্কার বিজয়ীর সংখ্যা

জন প্রতি পুরস্কারের অর্থ (টাকা)

মোট নগদ পুরস্কার (টাকা)

গ্রুপ পর্ব

প্রথম পর্ব

 

১২ জন

৫০০ টাকা

 

৬,০০০

সুপার ফোর

দ্বিতীয় পর্ব

 

১৬ জন

 

৫০০ টাকা

 

৮,০০০

ফাইনাল

তৃতীয় পর্ব

২ জন

চ্যাম্পিয়ন- ৭,০০০ টাকা
রানার-আপ- ৪,০০০ টাকা

১১,০০০

সর্বমোট

২৫,০০০

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের ও বিজয়ী নির্ধারণের জন্য প্রযোজ্য নিয়মাবলীঃ


১। প্রতিটি প্রতিযোগীকে নিজের নাম ও ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে কুইজে অংশ নিতে হবে।

২। নাম ও মোবাইল ফোন নাম্বার না দিলে, কিংবা ভুল দিলে, অংশগ্রহণকারী প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য হবেন। 

৩। একজন প্রতিযোগী কুইজের প্রতিটি পর্বে একবার করে মোট ৩ বার অংশ নিতে পারবেন। অর্থাৎ কুইজের নির্দিষ্ট কোন পর্বে একবারের বেশি অংশ নিতে পারবেন না; যদি কেউ এমন কিছু করেন বা করার চেষ্টা করেন, তাহলে তিনি প্রতিযোগিতা থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন।

৪। কুইজে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ পয়েন্ট হিসেবে একজন প্রতিযোগীর মোট পয়েন্ট নির্ধারণ করা হবে। ভুল উত্তর দেয়া বা কোন প্রশ্নের উত্তর না দেয়ার জন্য কোন পয়েন্ট দেয়া হবে না। 

৫। পয়েন্টের ভিত্তিতে প্রতিটি পর্বে নির্দিষ্ট সংখ্যক বিজয়ী নির্ধারণ করা হবে। প্রতিযোগীদের প্রাপ্ত পয়েন্ট সমান হলে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক বিজয়ী নির্বাচন করা হবে।

৬। প্রতিটি পর্বের কুইজ শেষ হবার পর উক্ত পর্বের বিজয়ীদের তালিকা কমপিউটার জগৎ নিউজ পোর্টালে (https://computerjagat.com.bd/) প্রকাশ করা হবে। পরবর্তীতে বিজয়ীদের সাথে ফোনে যোগাযোগ করে পুরস্কারের নগদ অর্থ মোবাইল ব্যাংকিং সেবার (যেমনঃ বিকাশ, নগদ) মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। 

৭। ফাইনাল বা পঞ্চম পর্বে বিজয়ীদের (চ্যাম্পিয়ন ও রানার-আপ) নাম টুর্নামেন্ট শেষ হবার পরপরই কমপিউটার জগৎ এর অনলাইন প্ল্যাটফর্মে নিউজ আকারে প্রকাশ করা হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ও ভেন্যু সম্পর্কে বিজয়ীদেরকে যথাসময়ে অবগত করা হবে।

৮। কমপিউটার জগৎ পত্রিকার সাথে জড়িত কোন ব্যক্তি এই কুইজ প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন না।

৯। কুইজ প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনো বিষয়ে কমপিউটার জগৎ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 


অনলাইন কুইজের ২য় পর্বে অংশ নিতে ক্লিক করুনঃ 

দ্বিতীয় পর্ব - https://computerjagat.com.bd/post/2164








৫ টি মন্তব্য

  • আঃরহমান

    আঃরহমান

    ২০২৩-০৯-০৬ ১৪:১৬:৫০

    আমি পারবো

  • Md Moshiur Rahman

    Md Moshiur Rahman

    ২০২৩-০৯-০৯ ০২:১৮:২৩

    ভালো

  • Dewan Rafiqul Islam

    Dewan Rafiqul Islam

    ২০২৩-০৯-১০ ০০:৪৫:১০

    চমৎকার

  • মো: আশরাফ-উল-হোসেন

    মো: আশরাফ-উল-হোসেন

    ২০২৩-০৯-১১ ০২:২৭:৩৩

    চমৎকার আয়োজন।

  • Fatin elham

    Fatin elham

    ২০২৪-০৩-০৮ ১৯:৫৩:৩৭

    Good



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।