দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যাকালীন পরিস্থিতিতে রেইস অনলাইন লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান অরবিট ইন্টারনেট, ঢাকাকোলো, আর্থ টেলিকমিউনিকেশন ও ঢাকাক্লাউডের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছেন।
কর্মীদের এই উদারতা ছাড়াও, কোম্পানি কর্তৃপক্ষও বন্যার্তদের পাশে দাঁড়িয়ে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অনুদান দিচ্ছে। এই তহবিল দিয়ে বন্যাকবলিত মানুষের জন্য খাদ্য, আশ্রয় ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
রেইস অনলাইন লিমিটেডের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ এই প্রচেষ্টায় সকলের অংশগ্রহণ কামনা করে বলেন, “দেশের মানুষ বিপদে পড়লে আমাদের সবার দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমরা রেইস অনলাইন পরিবার হিসেবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি আশা করি, দেশের সকল মানুষ এই বিপর্যয়ে আক্রান্তদের সাহায্যে এগিয়ে আসবেন। আমরা সবাই মিলে এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব।”
০ টি মন্তব্য