দেখতে অনেকটা হাতির শুঁড়ের মতো। এটা আসলে একটি রোবট। রোবটটি তৈরি করেছে সুইজারল্যান্ডের ইপিএফএল রিসার্চ ইনস্টিটিউট ও নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজি (টিইউ ডেলফট)। এই নরম শুঁড় মানুষের শরীর স্পর্শ করলেও আঘাত পাবে না।
এর নির্মাতার মতে, নরম রোবটটি ফল ওঠানো, কৃষি এবং বয়স্ক পরিচর্যা পরিষেবার মতো ক্ষেত্রে ব্যবহার করা যাবে।








০ টি মন্তব্য