ইরানের হ্যাকাররা ইসরায়েলি কোম্পানিগুলোর ওপর সাইবার হামলা চালাচ্ছে। হ্যাকার গ্রুপটিকে "ইম্পেরিয়াল কিটেন" বলা হয়। এটি ইরানের সামরিক বাহিনীর একটি শাখা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ একটি শাখা। তাদের হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলি কোম্পানিগুলোর যোগাযোগ, যন্ত্রপাতি ও প্রযুক্তি খাত।
মার্কিন সাইবারসিকিউরিটি কোম্পানি ক্রাউডস্ট্রাইকের গবেষকরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন। তাদের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকারদের আক্রমণের পেছনে দুটি লক্ষ্য ছিল। এক ইস্রায়েলে গুরুত্বপূর্ণ অবকাঠামো কার্যক্রমের ব্যাঘাত। দুই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সম্পর্কে ব্যাপারে তথ্য নেওয়া।
গ্রুপটি অক্টোবর থেকে হামলা চালিয়ে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে, তারা ফিশিং আক্রমণ পরিচালনা করছে। সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ করে দিতেও সক্ষম হচ্ছে তারা। তবে হ্যাকার গ্রুপ এখন পর্যন্ত বড় কোনো হামলা চালাতে পারেনি।
ইসরায়েলের ন্যাশনাল সাইবার অথরিটির ডিরেক্টর গ্যাবি পোর্টনয় বলেছেন, "ইরান জানে তারা স্থলভাগের চেয়ে সাইবার জগতে অনেক বেশি স্বাধীন।" আমরাও যতটা সম্ভব প্রস্তুত। তিনি আরও বলেন, সাইবারস্পেস আর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না।








০ টি মন্তব্য