কৃত্রিম বুদ্ধিমত্তা (এআইয়ের) উন্নত সংস্করণের নাম হবে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই)। এজিআই বিশ্বের বিভিন্ন বিষয়ে বুঝবে যেভাবে মানুষ বিশ্বকে দেখে এবং বোঝে। সে অনুযায়ী কাজ করতে পারবে। বর্তমানে, এখন পর্যন্ত এজিআই একটি কনসেপ্ট (ধারণা) মাত্র।
চ্যাটজিপিটি এখন মানুষের আবেগের প্রতি যেভাবে সাড়া দেয় তা বিচার করে বলা যায় যে চ্যাটবটগুলি ইতিমধ্যেই এজিআই-এর খুব কাছাকাছি। সম্প্রতি, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা শেন লেগ বলেছেন, “এই দশকের শেষের দিকে এজিআইয়ের যুগ শুরু হবে। এজিআই একজন মানুষ যা করতে পারে তা করতে পারে, তবে এটি মূল বিষয় নয়।
কারণ এতে স্মৃতি মনে থাকে না। কোনো ভিডিও দেখলে সেটার অর্থও বুঝবে না। কিন্তু এটি মানুষকে টপকে যেতে পারে সৃজনশীলতাকে কাজে লাগিয়ে। এর প্রধান বৈশিষ্ট্য হল একটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকা, সেটা আদান-প্রদান করা এবং কল্পনা করতে সক্ষম হওয়া। এটি মানুষের দ্বারা লিখিত কোড পড়তে এবং বুঝতে পারে এবং সেই কোডটিকে উন্নত করতে পারে।








০ টি মন্তব্য