ওপাল নামে একটি কোম্পানি একটি পোর্টেবল ৪কে রেজল্যুশনের ওয়েবক্যাম নিয়ে এসেছে। তাদের ওয়েবক্যাম "ট্যাডপোল" ল্যাপটপে ব্যবহার করা যাবে। ওপাল দাবি করেছে এটি বিশ্বের সবচেয়ে ছোট পোর্টেবল ওয়েবক্যাম। ১.২ ইঞ্চি স্কয়ার ওয়েবক্যামের ওজন ৪৫ গ্রাম।
এতে একটি ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৮২ সেন্সর এবং একটি ইউএসবি সি পোর্ট রয়েছে। দাম ধরা হয়েছে ১৭৫ ডলার (১৯ হাজার ১০৯ টাকা)।








০ টি মন্তব্য