মীরা মারুতি (৩৪) হঠাৎ করেই প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ তিনি এখন ওপেনএআইয়ের এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ওপেনএআইয়ের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে সরিয়ে তাকে স্থলাভিষিক্ত করা হয়। এর আগে একই প্রতিষ্ঠানে প্রধান প্রযুক্তিবিদ হিসেবে কাজ করেছেন।
মীরা মারুতি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অ্যারোস্পেস, অটোমোটিভ এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) এ কাজ করে। পরবর্তীকালে তিনি ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের টেসলার একজন সিনিয়র ম্যানেজার হিসেবে নিযুক্ত হন।
মীরা মুরাতি লিপ মোশন নামে একটি ভিআর প্রোডাকশন কোম্পানিতেও কাজ করেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব-বিশ্ব ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়। মীরা মুরাতি ২০১৮ সালে ওপেনএআই সুপারকম্পিউটিং অ্যান্ড রিসার্চ-এ যোগ দেন।








০ টি মন্তব্য