https://comcitybd.com/brand/Havit

ইক্যাবের ২০২২-২৪ কার্য নির্বাহী কমিটির নির্বাচন ১৮ জুন

মিরপুরে শমী-তমালের নেতৃত্বে ই-ক্যাব নির্বাচনী আড্ডা

শমী-তমালের নেতৃত্বে ই-ক্যাব নির্বাচনী মিরপুর আড্ডা শমী-তমালের নেতৃত্বে ই-ক্যাব নির্বাচনী মিরপুর আড্ডা
 

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় উত্তরা, গুলশানের পর শমী-তমালের নেতৃত্বে -ক্যাব নির্বাচনী মিরপুর আড্ডা অনুষ্ঠিত হয়। -ক্যাব বর্তমান কার্য নির্বাহী কমিটির উপর আস্থা রাখছেন মিরপুরের -ক্যাব সদস্যগন। আড্ডায় -ক্যাব সাধারণ সদস্যদের স্পষ্ট বক্তব্য, -ক্যাব সঠিক পথেই আছে। প্রতিটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছেন প্রাণের সংগঠন -ক্যাব এর জন্য। সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনগুলোতেও এগিয়ে যাবে ই-ক্যাব, আড্ডা তাই ফুটে উঠে।

 

-ক্যাব এর প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত প্রতিটি ইসি কমিটি দৃশ্যমান অনেক অবদান রেখেছেন। তেমনিভাবে বর্তমান ইসি কমিটি গত দুই বছর ধরে প্রতিটি পদক্ষেপে সময়, মেধা এবং আন্তরিকতার সাথে কাজ করে অনেক সফলতা অর্জন করেছেন এবং নিজেদের যোগ্যতার পরিচয় রেখে গিয়েছেন। গত দুই বছরে ই-কমার্স খাত এগিয়েছে দুর্বার গতিতে।

 

আড্ডায় সভাপতিত্ব করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সঞ্চালনা করেন সধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল

 

-ক্যাব সধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল কমপিউটার জগৎকে বলেন, ‘‘গতকালকে মিরপুর আড্ডা এবং তার আগের উত্তরা, গুলশান আড্ডাতে ই-ক্যাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের মন্তব্য বলে দেয় বর্তমান নেতৃত্বের সাথে আছে ই-ক্যাব এর সদস্যরা। যেহেতু আমরা গ্রুপ করে করে আড্ডার আয়োজন করছি তাই সবাইকে একসাথে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। আমরা ধারাবাহিকভাবে সবার সাথে বসবো এবং ভবিষ্যৎ পরিকল্পনা করব। সবার মতামতের ওপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে আমাদের আসন্ন নির্বাচনের ইশতেহার। ই-ক্যাব সদস্যদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

 

মিরপুরে চমৎকার আয়োজনের মাধ্যমে শেষ হয় -ক্যাব পরিবারের কিছু সদস্যদের নিয়ে -ক্যাব আড্ডা।








১ টি মন্তব্য

  • Md biplop

    Md biplop

    ২০২২-০৫-১৮ ১৬:৪৩:৫৫

    শুভ কামনা



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।