নাসা একটি ফিউচারিস্টিক রোবট পরীক্ষা করছে। সেই রোবটটি দেখতে অনেকটা সাপের মতো। রোবটের লক্ষ্য হবে অটোমেটিক্যালি চাঁদ ও মঙ্গল গ্রহের অনাবিষ্কৃত অঞ্চলগুলি অন্বেষণ করা। রোবটি অনেকটা অজগরের মতো ডিজাইন করা হয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত এক প্রকৌশলী এই সাপের মতো রোবট ডিজাইন করেছেন। ইঞ্জিনিয়ার রোহন ঠাক্কার নাগপুরে পড়াশোনা করেছেন। তিনি বর্তমানে নাসার জেট প্রপালসন ল্যাবরেটরিতে কাজ করছেন। রোহনের তৈরি রোবটটিকে ইইএলএস বা এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সারভেয়র বলা হয়।
ইইএলএস নমনীয় ও বুদ্ধিমান, তিনি বলেন। যে কোনো কঠিন ভূখণ্ড অতিক্রম করার ক্ষমতা রয়েছে এর। যেহেতু এটি যেকোনো ফাটলে ঢুকতে পারে, তাই এটি পানির নিচেও সাঁতার কাটতে পারে। রোবটটি অন্যান্য গ্রহে মানুষের জীবনের সন্ধান করবে।
নাসা ভিন গ্রহে প্রাণের সন্ধানে ফিউচারিস্টিক রোবট পরীক্ষা করছে
নাসা ভিন গ্রহে প্রাণের সন্ধানে ফিউচারিস্টিক রোবট পরীক্ষা করছে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য