ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গাজায় বোমা হামলা চালাচ্ছে। তবে এই প্রথম নয় যে তারা প্রযুক্তির সহায়তা নিচ্ছে। ২০২১ সালে ১১ দিনব্যাপী যুদ্ধ চলে গাজায়। সেবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ইসরায়েল।
এই যুদ্ধে, তারা ‘গসপেল’ (হাবসোরা), একটি এআই টার্গেট তৈরির প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম খুব দ্রুত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের টার্গেট ডিভিশনের একজন প্রাক্তন কর্মকর্তা আভিভ কোচাভি বলেছেন: "সেই সময়ে, গসপেলকে প্রতিদিন ১০০টি টার্গেট বাছাই করে দিত। এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমটি প্রতি বছর ৫০টি টার্গেট নির্ধারণ করত। এখন তা বেড়ে দিনে ১০০টি টার্গেটে দাঁড়িয়েছে।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞরা বলছেন যে সিস্টেমটি ড্রোন ফুটেজ, যোগাযোগব্যবস্থার নিরাপত্তা লঙ্ঘন করে (গোপন ফোন ট্যাপিং), নজরদারি এবং নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর গতিবিধি শনাক্ত করার তথ্য দিয়ে এই শক্তিশালী করা হয়েছে সিস্টেমকে।








০ টি মন্তব্য