প্ল্যাটফর্মের মালিক, এলন মাস্ক, সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) এর নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। টুইটার কর্মচারীরা তাদের বোনাস পাওয়ার পর হঠাৎ করেই ব্যাপকভাবে পদত্যাগ করতে শুরু করে। তাদের বেশিরভাগই সেলস বিভাগের।
ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর ৫০ শতাশ কর্মী ছাঁটাই করেছিলেন। এরপর তিনি একাধিক দফায় আরও কর্মী ছাঁটাই করেন। একই সঙ্গে এক্স কর্মচারীদের সম্মিলিত পদত্যাগের খবরও ছড়িয়ে পড়ে।
ইলন মাস্ক ২০২২ সালে টুইটার অধিগ্রহণ করার পরে, এক্সে অর্ধেক কর্মী ছাঁটাই এবং ২০২৩ সালে কর্মীরা গণ পদত্যাগের কারণে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে এক্স।
এদিকে, অ্যাপল এবং ডিজনির মতো বড় কোম্পানি বলেছে যে তারা আর এক্স-এ বিজ্ঞাপন দেবে না। এমতাবস্থায় সংগঠনের সকল স্তরের কর্মীরা গণ পদত্যাগ করেছেন। এসব পদত্যাগের বেশিরভাগই এসেছে সেলস বিভাগ থেকে। ফলে এক্সে এর ভবিষ্যৎ অনিশ্চিত।








০ টি মন্তব্য