প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ল্যাপটপ লঞ্চ করল ইনফিনিক্স। ‘ইনবুক ওয়াই টু প্লাস’ মডেলের ল্যাপটপটি বাংলাদেশে তৈরি। এই ১৫.৬ ইঞ্চি স্ক্রীনের ল্যাপটপটি ১১তম প্রজন্মেরইন্টেল কোর আই৫ প্রসেসর ৮ গিগাবাইট র্যাম রয়েছে।
৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ল্যাপটপের দাম ৫৮ হাজার ৯৯০ টাকা। ল্যাপটপটি একবার চার্জে 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে, এর জন্য শক্তিশালী ৪৫ ওয়াট ব্যাটারির রয়েছে।
এছাড়াও, আপনার ল্যাপটপের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করার দরকার নেই কারণ এটি টাইপ-সি চার্জারের মাধ্যমে দ্রুত চার্জ করা যেতে পারে। ল্যাপটপটিতে সিওবি সেন্সর সহ একটি ১০৮০পিক্সেলের এফএইচডি ক্যামেরা এবং দুটি মাইক্রোফোন রয়েছে যা অবাঞ্ছিত শব্দকে ব্লক করে।
তাই ল্যাপটপটি ব্যবহার করে সহজেই ভিডিও কল করা যাবে। ল্যাপটপটি তিনটি কালার ধূসর, রুপালি এবং নীল রঙে পাওয়া যাচ্ছে এবং সরাসরি অনলাইন থেকেও কেনা যাবে।








০ টি মন্তব্য