সফটওয়্যার জায়ান্ট দাবি করেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআইতে মাইক্রোসফটের কোনও মালিকানা নেই। শুক্রবার মাইক্রোসফটের মুখপাত্র ফ্রাংক শ এক বিবৃতিতে এই দাবি করেন।
ফ্রাংক শ বলেন "আমাদের চুক্তির বিষয়বস্তু গোপনীয়, তবে উল্লেখ্য যে মাইক্রোসফট ওপেনএআই এর কোনো অংশের মালিকানা নেই, শুধুমাত্র অর্জিত আয়েই আমাদের অংশীদারিত্ব রয়েছে"।
ইতিমধ্যে, অ্যান্ট্রিট্রাস্ট এবং যুক্তরাষ্ট্র কোম্পানি দুটি অংশীদারিত্বের জন্য পৃথক তদন্ত শুরু করেছে।








০ টি মন্তব্য