বিলাসবহুল অভিজাত গাড়ি নির্মাতা বেন্টলি প্রথমবারের মতো একটি মোটরবাইক তৈরি করেছে। যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানিটি মোটরবাইকের দুটি মডেল তৈরি করতে বিখ্যাত ইতালীয় মোটরবাইক নির্মাতা ডুকাটির সাথে অংশীদারিত্ব করেছে।
তাই, বেন্টলির বিলাসবহুল গাড়ির মতোই, তাদের মোটরবাইকে রয়েছে চোখ ধাঁধানো ইতালিয়ান ডিজাইন। ‘ডায়াভেল ফর বেন্টলি’ মডেলের মোটরবাইকটি ঘণ্টায় ১৬৭ মাইল পর্যন্ত গতিতে ভ্রমণ করতে পারে।
‘ডায়াভেল ফর বেন্টলি’ মডেলের মোটরবাইকটি মাত্র ৩ সেকেন্ডে ৬০ মাইল গতি তুলতে পারে। বেন্টলির বিলাসবহুল গাড়ি ‘বাটু’র সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে মোটরবাইকটি। প্রাথমিকভাবে এই মডেলের মাত্র ৫০০টি মোটরবাইক বাজারজাত করা হবে, যার দাম ধরা হয়েছে ৬০ হাজার পাউন্ড বা ৮২ লাখ ৮০ হাজার টাকা (প্রতি পাউন্ডের বিনিময় মূল্য ১৩৮ টাকা ধরে)।
এ ছাড়া ‘ডায়াভেল ফর বেন্টলি মালিনার’ নামের আরেকটি মডেলের ৫০টি মোটরবাইক বাজারজাত করা হবে, যার দাম পড়বে ৭০ হাজার থেকে ৭৫ হাজার পাউন্ড (৯৬ লাখ ৬০ হাজার টাকা থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা)।
১ হাজার ১৫৮ সিসি ভি৪ পেট্রল ইঞ্জিনে চলা মোটরবাইকগুলোতে রয়েছে ৬ স্পিড সুবিধার গিয়ার বক্স। এরই মধ্যে মোটরবাইকগুলো কেনার জন্য অগ্রিম ফরমাশ কার্যক্রমও শুরু করেছে বেন্টলি।
বেন্টলি প্রথমবারের মতো মোটরবাইক তৈরি করেছে
বেন্টলি প্রথমবারের মতো মোটরবাইক তৈরি করেছে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য