https://powerinai.com/

‘ইয়ার ইন সার্চ ২০২৩’ গ্লোবাল তালিকা কোন বিষয়গুলো শীর্ষে রয়েছে

‘ইয়ার ইন সার্চ ২০২৩’ গ্লোবাল তালিকা কোন বিষয়গুলো শীর্ষে রয়েছে ‘ইয়ার ইন সার্চ ২০২৩’ গ্লোবাল তালিকা কোন বিষয়গুলো শীর্ষে রয়েছে
 

গুগলে মানুষ সবচেয়ে বেশি কী অনুসন্ধান করেছে তা গুগল প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক ‘ইয়ার ইন সার্চ ২০২৩’ এর বৈশ্বিক তালিকা থেকে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনা ও আগ্রহের শীর্ষে রয়েছে

পৃথিবীতে দুটি যুদ্ধ চলছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলেও ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধের ভয়াবহতা সারা বিশ্বের মানুষকে হতবাক করেছে। তিন মাস আগে শুরু হওয়া যুদ্ধ সম্পর্কে মানুষ আরও জানতে চায়।

আর তাই সংবাদের তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল-হামাস যুদ্ধ। গত জুনে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে টাইটানিক সাবমেরিনের পাঁচ যাত্রী নিহত হন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টাইটানিক সাবমেরিন। 

ফেব্রুয়ারিতে, শক্তিশালী ভূমিকম্প সিরিয়া এবং তুরস্ক আঘাত হানে। ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়। তাই ‘টার্কি আর্থকুয়েক’ রয়েছে সংবাদ তালিকার তৃতীয় স্থানে। তালিকার পরবর্তী দুটি স্থান হল হারিকেন ইডালিয়ার এবং হারিকেন হিলারি। 

মৃত্যুসংবাদে শীর্ষে ছিল টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুসংবাদ। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন প্রয়াত গায়িকা ও অভিনেত্রী টিনা টার্নারের নাম। ভিডিও গেমের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে হগওয়ার্টস লিগেসি, দ্য লাস্ট অব আস, কানেকশনস, ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া ও স্টারফিল্ড।

এ ছাড়া বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল ‘বার্বি’। গুরুগম্ভীর বিষয়ের ওপর বানানো ‘ওপেনহাইমার’ রয়েছে বার্বির পেছনে। ব্যক্তি হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন মার্কিন রাগবি খেলোয়াড় ডামার হামলিন।

এই বছরের শুরুতে, তিনি একটি এনএফএল খেলা চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। ঘটনাস্থলে আধা ঘণ্টা চিকিৎসার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এসব ছাড়াও খেলোয়াড়, রেসিপি, সংগীত, অভিনেতা, টিভি অনুষ্ঠান ও স্পোর্টস টিম সম্পর্কে জানার জন্য গুগল সার্চ করেছে বিশ্ববাসী। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।