https://powerinai.com/

গুগল নিয়ে আসছে দুটি স্বাস্থ্যসেবায় সহায়ক এআই মডেল

গুগল নিয়ে আসছে দুটি স্বাস্থ্যসেবায় সহায়ক এআই মডেল গুগল নিয়ে আসছে দুটি স্বাস্থ্যসেবায় সহায়ক এআই মডেল
 

গুগল স্বাস্থ্যসেবা খাতের জন্য ‘মেডএলএম এ ফ্যামিলি অব ফাউন্ডেশন মডেল’ চালু করার ঘোষণা দিয়েছে। মেডএলএমের অন্তর্ভুক্ত দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং গবেষকদের সাহায্য করবে।

গুগলের ব্লগ পোস্টে কম্পানিটির হেলথকেয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড সলিউশনের গ্লোবাল ডিরেক্টর অশিমা গুপ্তা বলেন, "মেডএলএম স্যুটের দুটি অংশ রয়েছে লার্জ ও মিডিয়াম সাইজ এআই মডেল। উভয় মডেলই অর্থের বিনিময়ে ব্যবহার করা যাবে।

মিডিয়াম সাইজ মডেলটি ব্যবহারের খরচ তুলনামূলকভাবে কম হবে। লার্জ মেডএলএম ব্যবহারে কমপিউটারের প্রচুর শক্তি ব্যয় হবে। মডেলটি বিস্তারিত তথ্য জানাবে। যেমন হাসপাতালে চিকিৎসা নেওয়া সব রোগীর তথ্য নিয়ে কোনো গবেষণা চালাতে গেলে এটি কাজে লাগবে। 

রিয়াল টাইমে ডাক্তার ও রোগীর মধ্যে হওয়া কথোপকথনের সারাংশ জানাতে কার্যকর হবে মিডিয়াম সাইজ মডেল।’ মিডিয়াম সাইজ মডেলটির লিখে দেওয়া সারাংশ যাচাই করে দেখবেন ডাক্তার। এরপর তা ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড হিসেবে সংরক্ষণ করা হবে। এআই মডেলের দুটি সংস্করণই তৈরি করা হয়েছে মার্চে উন্মোচিত ‘মেড-পালম ২’-এ।

গত এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে মেড-পালম ২ মডেলটি এইচসিএ হেলথকেয়ার, মায়ো ক্লিনিক ও মেডিটেক হেলথকেয়ার কম্পানি ব্যবহার করতে পারছিল। এখন আরো কিছু হেলথকেয়ার কম্পানি এআই মডেলটির দুটি সংস্করণ ব্যবহার করতে পারবে। আপাতত যুক্তরাষ্ট্রের গুগল ক্লাউড কাস্টমাররা গুগলের ভার্টেক্স এআই প্ল্যাটফরম থেকে নতুন দুটি মডেল ব্যবহারের সুবিধা পাবে।

২০২৪ সালে গুগল আরো কয়েকটি মডেল যুক্ত করবে মেডএলএম ফ্যামিলিতে। গুগলের সর্বশেষ জেনারেটিভ এআই মডেল জেমিনির ওপর ভিত্তি করে এই এআই মডেলগুলো দাঁড় করানো হবে। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।