দেশের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন ডিজিটাল টেকনোলজি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ তার 'নেক্সজি' সিরিজের স্মার্টফোনের নতুন মডেলগুলি আগামী প্রজন্মের জন্য লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল ‘নেক্সজি এন৮’।
ফোনটিতে একটি সুন্দর ডিজাইন করা ৫০ মেগাপিক্সেলের ট্রিপল এআই রিয়ার ক্যামেরা, ১২ জিবি মেমরি, এফএইচডি প্লাস রেজ্যুলেশনের একটি বড় ডিসপ্লে, পর্যাপ্ত স্টোরেজ এবং অনেক উন্নত ফিচার সহ একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে।
ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, আর্কটিক ব্লু এবং কসমিক আউরোরা- এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া এই ফোনটির দাম পড়বে ১৫ হাজার ৯৯৯ টাকা।
দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা থেকে ফোনটি কেনা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে।
ফলে ব্যবহারকারী এতে ১২ জিবি পর্যন্ত র্যাপিড মেমোরি ব্যবহার করার সুযোগ পাবেন। প্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমপি১। যার ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি হবে বেশি।
ওয়ালটন নিয়ে আসলো নতুন সিরিজের স্মার্টফোন ‘নেক্সজি এন৮’
ওয়ালটন নিয়ে আসলো নতুন সিরিজের স্মার্টফোন ‘নেক্সজি এন৮’
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য