ভিডিও গেম নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে নারী কর্মীদের প্রতি বৈষম্যের জন্য পাঁচ কোটি ডলারের জরিমানা করা হয়েছে। তবে কোম্পানির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠেনি।
২০২১ সালে, ক্যালিফোর্নিয়ার নাগরিক অধিকার সংস্থা সিভিল রাইটস ডিভিশন (সিআরডি) অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে অভিযুক্ত করে যে মহিলা কর্মীদের পদোন্নতি দেওয়া হয়নি এবং পুরুষ কর্মচারীদের তুলনায় তাদের কম বেতন প্রদান করা হয়।
মামলা করার আগে কোম্পানিটির বিরুদ্ধে দুই বছর তদন্ত চালিয়েছে সংস্থাটি। এতে উঠে আসে, কোম্পানি নিয়মিতই নারী কর্মীদের কম বেতন দেওয়ার পাশাপাশি পদোন্নতিতেও কৃপণতা করে।
এ ছাড়া, নারী কর্মীদের তোলা যৌন নিপীড়নের বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতেও ব্যর্থ হয়েছে কোম্পানিটি।








০ টি মন্তব্য