যদিও গুগল ক্রোম আরও জনপ্রিয়, মজিলা ব্রাউজার হিসাবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছে। ব্যবহারকারীদের আরও সুবিধা প্রদানের প্রচেষ্টার অংশ হিসেবে, ফায়ারফক্সে ৪৫০টি নতুন এক্সটেনশন চালু করা হয়েছে।
ক্রোম সব থেকে বেশি ব্যবহৃত হলেও এক্সটেনশন ব্যবহারের সুবিধা না থাকার অভিযোগও রয়েছে। কমপিউটার বা ল্যাপটপে থাকা ওয়েব ব্রাউজারে এক্সটেনশন ব্যবহারের সুবিধা থাকলেও সেলফোনে বিজ্ঞাপন বন্ধ করার, উৎপাদনশীলতা বাড়ানোর এবং আরও উন্নত ব্রাউজিং অভিজ্ঞতা অর্জনের সুবিধা নেই।
এদিক থেকে ফায়ারফক্স এগিয়ে। সম্প্রতি দেয়া নতুন আপডেটের মাধ্যমে প্লাটফর্মে সাড়ে চারশর বেশি এক্সটেনশন যুক্ত হয়েছে। আপডেটটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে এক্সটেনশন বেছে নিতে অনুমতি দেবে।
এর মধ্যে রয়েছে ডার্ক রিডারকে কন্টেন্ট ব্লকার হিসেবে ব্যবহার করা এবং উৎপাদনশীলতা বাড়াতে টমেটো ক্লকের মতো এক্সটেনশনও রয়েছে। অফলাইনে পড়ার জন্য পৃথক ফাইল ছাড়াও, ইউটিউবইউটিলস ইউটিউব প্লেব্যাকের জন্যও ব্যবহার করা যাবে।
নতুন সাড়ে চারশ এক্সটেনশন ফায়ারফক্সে যুক্ত হলো
নতুন সাড়ে চারশ এক্সটেনশন ফায়ারফক্সে যুক্ত হলো
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য